পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৯:১৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ৩৪১ বার পড়া হয়েছে
জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় সবচেয়ে বড় মদদের চিত্র উঠে আসে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকাতে। কোটা থেকে সরকার পতনের আন্দোলনে জনগণের বন্ধুই হয় শত্রু। নির্বিচারে গুলিতে মারা যায় হাজারো মানুষ।
৫ আগস্টে আওয়ামী শাসনামলের পতনের পরই বারবার উঠে আসে আইন-শৃঙ্খলা বাহিনীর কাঠামোগত পরিবর্তনের আলোচনা। মন-মানসিকতা সাথে কলঙ্কজনক স্মৃতির সাথে মিশে থাকা পোশাকের পরিবর্তনের দাবি উঠে পোশাক পরিবর্তনেরও।
আজ (সোমবার, ২০ জানুয়ারি) সকালে সচিবালয়ে বৈঠকে বসে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা। এতে যোগ দেন আসিফ নজরুলসহ অন্যান্য উপদেষ্টারা।
সভায় সিদ্ধান্ত আসে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের। ২০টি নমুনা পোশাক পরে পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধি দল আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় প্রবেশ করেন। সেখান থেকে ধূসর, পেস্ট ও খাকি রঙের পোশাক চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পোশাক পরিবর্তনের সাথে সাথে প্রশিক্ষণেও পরিবর্তন আসবে। তবে নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও দ্রুতই হবে বলে প্রত্যাশা করেন এই উপদেষ্টা।
অন্যদিকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে দুই দেশের বাহিনী ও সাধারণের মাঝে উত্তেজনা এখন অনেকটাই শান্ত বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।
সভায় দেশে থাকা ৩৩ হাজার ৬৪৮ জন অবৈধ বিদেশী নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়। অন্যথায় চাকরিদাতা ও অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি দেন উপদেষ্টা।