হামাসের বিরুদ্ধে যুদ্ধের অনুমোদন পেয়েছে নেতানিয়াহু
- আপডেট সময় : ০৪:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ৪১৭ বার পড়া হয়েছে
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে স্বশস্ত্র গোষ্ঠী হামাসের ভয়াবহ রকেট হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছয়শো ছাড়িয়েছে। এর মধ্যে আজ রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামরিক পদক্ষেপ গ্রহণের অনুমোদন দিয়েছে। এর ফলে দেশটি সর্বাত্মক যুদ্ধে যেতে আর কোন বাধা থাকলো। মন্ত্রিসভা কমিটিতে নেয়া ওই সিদ্ধান্তে হামাসের হামলার পর নেতানিয়াহু যুদ্ধের যে ঘোষণা দিয়েছিলেন, তারই প্রতিফলন ঘটেছে।
রোববার ইসরায়েলের গণমাধ্যমের বরাতে এখবর প্রকাশ করেছে বিবিসি। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সীমান্তে বসবাসকারীদের ওপর হামাসের হামলায় রোববার মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এদিকে, হামাস কর্তৃপক্ষ জানিয়েছে , গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার ভোরের দিকে লড়াই শুরু হওয়ার পর ইসরায়েলের পাল্টা হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। সীমান্তে এই সংঘর্ষ দ্বিতীয় দিনের মতো চলছে।
হামাসের হামলায় নিহতদের সরিয়ে নেওয়ার কাজে ইসরায়েলি বাহিনীকে সহায়তা করছে দেশটির স্বেচ্ছাসেবক গোষ্ঠী জাকা। এই গোষ্ঠীর একজন মুখপাত্র হেব্রু ভাষার গণমাধ্যমকে বলেছেন, এখন পর্যন্ত ছয় শতাধিক ইসরায়েলি নিহত হয়েছেন।
হামাসের বন্দুকধারীদের সাথে ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান যুদ্ধের মাঝেই মরদেহ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে জাকা। এদিকে, হামাসের হামলা তীব্র হওয়ায় গাজা উপত্যকা লাগোয়া ইসরায়েলি ভূখণ্ড থেকে নিজ নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ইসরায়েল।