‘অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল নয়’
- আপডেট সময় : ১০:৩৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এজন্য দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় এসব বলেন খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ ডাক্তার মিলন অডিটরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোশিয়েন অব বাংলাদেশ- ড্যাব।
এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, দিন তারিখ দিয়ে কখনো সংস্কার সম্ভব নয়। সংস্কার চলমান একটি প্রক্রিয়া। নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা যায় না। তাই দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্র্বর্তী সরকারের আহ্বান জানান তিনি।
এদিকে, অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের আগেই সংবিধান বাতিল ঘোষণা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউটে গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন।
এদিকে, উনসত্তুর এর গণঅভ্যুত্থানের অন্যতম পথিকৃত শহীদ আসাদের ৫৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। এসময় তারা বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় আসাদ জীবন দিয়েছেন ৫৩ বছরেও তা পূরণ হয়নি।
১৯৬৯ এর গণঅভ্যুত্থানে ঢাকা মেডিকেলের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আসাদ।