বিপিএল ও ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে তাসকিনের ভাবনা
- আপডেট সময় : ০৫:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ৩৪২ বার পড়া হয়েছে
বিপিএলে রাজশাহীর পারফরম্যান্স আশানুরূপ না হলেও দারুণ ধারাবাহিক তাসকিন আহমেদ। প্রত্যেক ম্যাচেই নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করছেন রাজশাহীর নতুন অধিনায়ক। তুলনামূলক দুর্বল দলে খেললেও আশা রাখছেন প্রসেস ঠিক রাখলে সুযোগ থাকবে প্লে অফে খেলার।
চলমান বিপিএলে বল হাতে দুর্দান্ত তাসকিন আহমেদ। দলের পারফরম্যান্স ওঠানামা করলেও তাসকিন নিজেকে ধরে রেখেছেন দারুণভাবে। ৯ ম্যাচে ১১.৫৫ গড়ে নিয়েছেন ২০ উইকেট
গেল ম্যাচেই দুর্বার রাজশাহীর অধিনায়কের দায়িত্ব পান তাসকিন। দায়িত্ব নেয়ার পর, প্রথম ম্যাচেই চিটাগাং কিংসের কাছে ১১১ রানে হার। বিপিএলে ৯ ম্যাচে মাত্র ৩ জয়ের বিপরীতে ৬ পরাজয়। টেবিলের ৫ এ দুর্বার রাজশাহী। তাসকিনের বিশ্বাস প্রসেস ঠিক থাকলে সুযোগ থাকবে প্লে অফে খেলার। নিজের বোলিং পারফরম্যান্স আর দলের হারটাকে তাসকিন দেখছেন খারাপ দিন হিসেবে।
তাসকিন আহমেদ বলেন, ‘শুরুটা ভালো ছিল কিন্তু পাঁচটা ক্যাচ মিস হয়েছে। এটা যদি ১৯০ রানের জায়গায় ১৫০ বা ১৬০ হতে পারতো। তাহলে হয়ত ভিন্ন গেম হতো। আসলে ওভারঅল খারাপ দিন গিয়েছে আমাদের। আরো ৩ ম্যাচ আছে এর মধ্যে ২ টা জিতলেও আমাদের চান্স আছে।’
গতকাল বিপিএলে ম্যাচ শেষে জানালেন পিএসএলে দল না পেলেও কোন আক্ষেপ নেই তারকা পেসারের। জাতীয় দলের হয়ে ভালো খেলতে পারলে আসবে অনেক সুযোগ।
তাসকিন আহমেদ বলেন, ‘সব থেকে বড় জিনিস হলো আমি যদি আমার দেশকে ভালো মতো সার্ভ করতে পারি। আর যেখানে খেলি না কেন যদি ভালো খেলতে পারি, তাহলে অনেক সুযোগ আসবে।’
তুলনামূলকভাবে অন্যান্য দলের চেয়ে অনেক জায়গায়ই ঘাটতি রয়েছে রাজশাহীর। এজন্য টুর্নামেন্টের আগে প্লেয়ার ড্রাফটে খেলোয়াড় বাছাইয়ের দুর্বলতা দেখছেন তিনি।
তাসকিন আহমেদ বলেন, ‘আমাদের কোনো প্লেয়ারকে ছোট করতে চাই না। তবে অন্য টিমে তুলনায় আমাদের টিম একটু দুর্বল। লোকাল ও আন্তর্জাতিক উভয়ক্ষেত্রেই। শুরু থেকে পাওয়া যায়নি বা যোগাযোগ করেনি এটাও হতে পারে। কারণে একই সময় দুই থেকে তিনটা লিগ চলছে। শুরুতে যারা দল করেছিল তাদের মিসটেক ছিল।’
তাসকিনের আইপিএলে খেলার গুঞ্জন এখনও পুরোপুরি উড়ে যায়নি। তবে তার ইচ্ছা বাংলাদেশ দলের হয়ে লম্বা সময় ভালো খেলে যাওয়া।