লিসবনে রুদ্ধশ্বাস ম্যাচে বার্সেলোনার জয়
- আপডেট সময় : ১২:১০:১০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৩৪৩ বার পড়া হয়েছে
রুদ্ধশ্বাস একটি ম্যাচ দেখল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। বেনফিকার বিপক্ষে মাঠের দুই বার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দুর্দান্ত জয় তুলে নিল বার্সেলোনা। ৫-৪ ব্যবধানের এই জয়ে এক ম্যাচ হাতে রেখে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় উঠে গেল স্প্যানিশ জায়ান্টরা।
সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান দুই নম্বরে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে লিসবনে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বেনফিকা। আলভারো ফার্নান্দেসের পাস থেকে বল পেয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে বল জালে পাঠান ভ্যাগলিস পাভলিদিস।
১৩ মিনিটে ঠাণ্ডা মাথার স্পট-কিকে ম্যাচে সমতা ফেরান রবার্ট লেভানদোভস্কি। কিন্তু ২২মিনেটের বার্সা ডিফেন্ডারদের ভুলে ফাঁকা জালে গোল করে বেনফিকাকে আবার এগিয়ে নেন পাভলিদিস।
এরপর ম্যাচের ২৮ মিনিটে কেরেম আক্তুরকোগলুকে ফাউল করে বসেন বার্সার ভোইচেখ স্ট্যান্সনি। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে সফল স্পট-কিক েেথকে হ্যাটট্রিক পূর্ণ করেন পাভলিদিস।
এর আগে ৬ ম্যাচে তার গোল ছিল মাত্র একটি। ৩০ মিনিটে করা হ্যাটট্রিকটি চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় দ্রুততম। ২০২২ সালে লেভানদোভস্কি ২৩ মিনিটে ও ১৯৯৬ সালে মার্কো সিমোন ২৪ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন। দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে বেনফিকার গোলরক্ষক আনাতোলি ত্রুবিনের ভুল কাজে লাগিয়ে দারুণ হেডে ব্যবধান কমান রাফিনহা।
চার মিনিট পরই বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন রোনাল্ড আরাউহো। ৪-২ ব্যবধানে এগিয়ে যায় বেনফিকা। ৭৮তম মিনিটে ইয়ামাল বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে ব্যবধান কমান লেভানদোভস্কি।
নির্ধারিত সময়ের ৪ মিনিট বাকি থাকতে স্কোরলাইন ৪-৪ করেন ৭৪তম মিনিটে বদলি নামা এরিক গার্সিয়া। প্রেদ্রির ক্রসে কাছ থেকে লাফিয়ে চমৎকার হেডে গোলটি করেন এই ডিফেন্ডার। শেষের দিকে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ফেররান তরেসের উঁচু করে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে পড়েন রাফিনহা। দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে দারুণ শটে বল পাঠিয়ে দেন জালে। ৫-৪ ব্যবধানে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।