ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্বকাপের দৌড়ে টিকে রইলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ম্যাচে উড়ে গেছে বাংলাদেশ নারী দল। তবে দ্বিতীয় ওয়ানডেতেই ঘুরে দাঁড়িয়েছে নিগার সুলতানারা। সেন্ট কিটসে বুধবার (২২ জানুয়ারি) দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে সহজে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া আর কারো ব্যাটেই আসেনি বলার মতো রান। জ্যোতির ৬৮ রানের পর বিশের বেশি রান করেছেন কেবল সোবহানা মোশতারি এবং স্বর্ণা আক্তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোর গেল ১৮৪ পর্যন্ত। কিন্তু দিনশেষে বিশ্বকাপের দৌড়ে টিকে থাকতে এটাই হলো যথেষ্ট।

নাহিদা আক্তারের ৩ উইকেটের সঙ্গে রাবেয়া খান ও ফাহিমা খাতুনের জোড়া শিকার। পেসার মারুফাও পেয়েছেন ২ উইকেটের দেখা। ম্যাজিকাল এই স্পেলেই উইন্ডিজ নারীদের বাংলাদেশ আটকে দিয়েছে ১২৪ রানে। সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয় ৬০ রানে। আর তাতেই সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্নটাও জিইয়ে রেখেছে টাইগ্রেসরা।

বাংলাদেশ সময় শুক্রবার রাতে তিন ম্যাচের সিরিজের শেষে ম্যাচে জিতলেই বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ। প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলতে সেই ম্যাচে কেবল হার এড়ানোই বাংলাদেশের লক্ষ্য। ম্যাচ মাঠে না গড়ালেও জ্যোতির দল চলে যাবে বিশ্বকাপে। আর সেটা ঘটলে নিউজিল্যান্ডকে খেলতে হবে বাছাইপর্বে।

সেন্ট কিটসে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। বাংলাদেশের ওপেনিং জুটি থেকে আসে ৩৪ রান। এরপর দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে টাইগ্রেসরা। তবে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা।

প্রথমে সোভাহানা মোস্তারির সঙ্গে গড়েন ৫১ রানের জুটি। এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যান। আলিয়ার বলে আউট হওয়ার আগে টাইগ্রেস অধিনায়ক ১২০ বলে করেন ৬৮ রান। এছাড়াও সোভাহানা মোস্তারির ব্যাট থেকে আসে ২৩ রান। আর স্বর্ণা আক্তার করেন ২৯ বলে ২১ রান।

অন্যরা বলার মতো রান করতে পারেননি। ইনিংসের ৭ বল বাকি থাকতেই ১৮৪ রানে অলআউট হয় তারা। ক্যারিবীয়দের হয়ে ৩ উইকেট পেয়েছেন আলিয়াহ আলেইন।

প্রথম ওয়ানডেতে ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে এবার ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ বোলারদের বোলিং তোপে ১২৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২৮ রান আসে শেমাইন ক্যাম্পবেলের ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার ৩ উইকেট পেয়েছেন ৩১ রান খরচায়। আর দুইটি করে উইকেট পেয়েছেন মারুফা আক্তার, রাবেয়া খান এবং ফাহিমা খাতুন। সিরিজ নির্ধারণি তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই মাঠে ২৪ জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের দৌড়ে টিকে রইলো বাংলাদেশ

আপডেট সময় : ১২:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ম্যাচে উড়ে গেছে বাংলাদেশ নারী দল। তবে দ্বিতীয় ওয়ানডেতেই ঘুরে দাঁড়িয়েছে নিগার সুলতানারা। সেন্ট কিটসে বুধবার (২২ জানুয়ারি) দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে সহজে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া আর কারো ব্যাটেই আসেনি বলার মতো রান। জ্যোতির ৬৮ রানের পর বিশের বেশি রান করেছেন কেবল সোবহানা মোশতারি এবং স্বর্ণা আক্তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোর গেল ১৮৪ পর্যন্ত। কিন্তু দিনশেষে বিশ্বকাপের দৌড়ে টিকে থাকতে এটাই হলো যথেষ্ট।

নাহিদা আক্তারের ৩ উইকেটের সঙ্গে রাবেয়া খান ও ফাহিমা খাতুনের জোড়া শিকার। পেসার মারুফাও পেয়েছেন ২ উইকেটের দেখা। ম্যাজিকাল এই স্পেলেই উইন্ডিজ নারীদের বাংলাদেশ আটকে দিয়েছে ১২৪ রানে। সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয় ৬০ রানে। আর তাতেই সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্নটাও জিইয়ে রেখেছে টাইগ্রেসরা।

বাংলাদেশ সময় শুক্রবার রাতে তিন ম্যাচের সিরিজের শেষে ম্যাচে জিতলেই বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ। প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলতে সেই ম্যাচে কেবল হার এড়ানোই বাংলাদেশের লক্ষ্য। ম্যাচ মাঠে না গড়ালেও জ্যোতির দল চলে যাবে বিশ্বকাপে। আর সেটা ঘটলে নিউজিল্যান্ডকে খেলতে হবে বাছাইপর্বে।

সেন্ট কিটসে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। বাংলাদেশের ওপেনিং জুটি থেকে আসে ৩৪ রান। এরপর দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে টাইগ্রেসরা। তবে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা।

প্রথমে সোভাহানা মোস্তারির সঙ্গে গড়েন ৫১ রানের জুটি। এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যান। আলিয়ার বলে আউট হওয়ার আগে টাইগ্রেস অধিনায়ক ১২০ বলে করেন ৬৮ রান। এছাড়াও সোভাহানা মোস্তারির ব্যাট থেকে আসে ২৩ রান। আর স্বর্ণা আক্তার করেন ২৯ বলে ২১ রান।

অন্যরা বলার মতো রান করতে পারেননি। ইনিংসের ৭ বল বাকি থাকতেই ১৮৪ রানে অলআউট হয় তারা। ক্যারিবীয়দের হয়ে ৩ উইকেট পেয়েছেন আলিয়াহ আলেইন।

প্রথম ওয়ানডেতে ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে এবার ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ বোলারদের বোলিং তোপে ১২৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২৮ রান আসে শেমাইন ক্যাম্পবেলের ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার ৩ উইকেট পেয়েছেন ৩১ রান খরচায়। আর দুইটি করে উইকেট পেয়েছেন মারুফা আক্তার, রাবেয়া খান এবং ফাহিমা খাতুন। সিরিজ নির্ধারণি তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই মাঠে ২৪ জানুয়ারি।