ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কাউকে প্রবেশ নয়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী ও মালদা সেক্টরে বাংলাদেশ-ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে সম্মত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে বিজিবির পক্ষে রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ ও বিএসএফের পক্ষে মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম নেতৃত্ব দেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিএসএফের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ স্টাফ অফিসাররা।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সৌজন্য সাক্ষাতে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে বলে না সম্মত হয়েছে দুই বাহিনী। সীমান্ত পরিস্থিতি নিয়ে উভয় দেশের গণমাধ্যমে কোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ নিয়েও আলোচনা হয়। এছাড়াও সীমান্তে যেকোনো সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করা হবে।

গত শনিবার চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে গাছ ও ফসল কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এর আগে, গত ৫ ডিসেম্বর ভারতের সুখদেবপুর সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় বিজিবি বাধা দিলে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা তৈরি হয়।

নিউজটি শেয়ার করুন

সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কাউকে প্রবেশ নয়

আপডেট সময় : ০৯:৪৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

রাজশাহী ও মালদা সেক্টরে বাংলাদেশ-ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে সম্মত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে বিজিবির পক্ষে রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ ও বিএসএফের পক্ষে মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম নেতৃত্ব দেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিএসএফের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ স্টাফ অফিসাররা।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সৌজন্য সাক্ষাতে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে বলে না সম্মত হয়েছে দুই বাহিনী। সীমান্ত পরিস্থিতি নিয়ে উভয় দেশের গণমাধ্যমে কোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ নিয়েও আলোচনা হয়। এছাড়াও সীমান্তে যেকোনো সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করা হবে।

গত শনিবার চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে গাছ ও ফসল কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এর আগে, গত ৫ ডিসেম্বর ভারতের সুখদেবপুর সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় বিজিবি বাধা দিলে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা তৈরি হয়।