দক্ষিণ কোরিয়ায় ৯ বছরের মধ্যে প্রথম জন্মহার বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ১০:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৩৪১ বার পড়া হয়েছে
৯ বছরের মধ্যে প্রথমবারের মতো জন্মহারে উর্ধ্বগতি দেখলো দক্ষিণ কোরিয়া। গেল বছরের প্রথম ১১ মাসে দেশটিতে জন্ম নিয়েছে ২ লাখ ২০ হাজারের বেশি শিশু।
যা ২০২৩ সালের তুলনায় ৩ শতাংশ বেশি। কম জন্মহারের তালিকায় বিশ্বের শীর্ষ দেশ দক্ষিণ কোরিয়া। দেশটিতে বার্ষিক প্রজনন হার ১ শতাংশেরও নিচে। গেল বছর জন্মহারের নিম্নমুখী প্রবণতাকে জাতীয় জনসংখ্যা সংকট হিসেবে অভিহিত করেন তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক ইওল।
এসময় নতুন কিছু পরিকল্পনা ঘোষণা করেন তিনি। এর আওতায় ২০২৪ থেকে ২০২৬ সালে প্রথমবারের মতো বিয়ে করা যুগলদের এককালীন ৫ লাখ ওন কর ছাড়ের ঘোষণা দেন তিনি। যা বাস্তবায়নের কারণে উর্ধ্বমুখী জনসংখ্যা হার।