ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সীমান্তে সেনা, উড়োজাহাজ, হেলিকপ্টার পাঠাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেড় হাজার সেনা, উড়োজাহাজ ও হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ সীমান্তে, অবৈধ অভিবাসী ঠেকাতে এমন পদক্ষেপ তাঁর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো এবং টেক্সাসের এল পাসোতে এক হাজার সেনা সদস্য ও ৫০০ নৌ সদস্য মোতায়েন করা হবে। অনুপ্রবেশকারীদের বাধা দেওয়ার পাশাপাশি অন্যান্য সীমান্ত মিশন নিয়ে কাজ করবেন তাঁরা।

এছাড়া, মেক্সিকো সীমান্তে দুটি সি-১৭ ও দুটি সি-১৩৭ উড়োজাহাজ এবং হেলিকপ্টার পাঠানো হচ্ছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ন জানায়, পাঁচ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরাতে সামরিক বিমান ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। এর আগে সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

সীমান্তে সেনা, উড়োজাহাজ, হেলিকপ্টার পাঠাচ্ছেন ট্রাম্প

আপডেট সময় : ০১:৪১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেড় হাজার সেনা, উড়োজাহাজ ও হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ সীমান্তে, অবৈধ অভিবাসী ঠেকাতে এমন পদক্ষেপ তাঁর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো এবং টেক্সাসের এল পাসোতে এক হাজার সেনা সদস্য ও ৫০০ নৌ সদস্য মোতায়েন করা হবে। অনুপ্রবেশকারীদের বাধা দেওয়ার পাশাপাশি অন্যান্য সীমান্ত মিশন নিয়ে কাজ করবেন তাঁরা।

এছাড়া, মেক্সিকো সীমান্তে দুটি সি-১৭ ও দুটি সি-১৩৭ উড়োজাহাজ এবং হেলিকপ্টার পাঠানো হচ্ছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ন জানায়, পাঁচ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরাতে সামরিক বিমান ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। এর আগে সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প।