হুতি বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৪:৫৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে
হুতি বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার (২২ জানুয়ারি) একটি নির্বাহী আদেশে সই করেন নয়া মার্কিন প্রেসিডেন্ট।
যেখানে আনসার আল্লাহ বা হুতি বিদ্রোহী গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে লিপিবদ্ধ করার বিষয়ে প্রতিবেদন জমা দিতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেয়া হয়।
গেল দশকের শুরু থেকে গৃহযুদ্ধ কবলিত ইয়েমেনের অধিকাংশ এলাকা হুতিদের দখলে। ট্রাম্পের প্রথম মেয়াদে গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়। তবে জো বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত প্রত্যাহার করে।
সে সময় জানানো হয়, হুতিদের কালো তালিকাভুক্ত করা হলে ইয়েমেনে মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব হবে না।