জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদ ফেরার সুযোগ পাবে: জামায়াতের আমির
- আপডেট সময় : ০৩:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে
জাতীয় ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যাতে আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট হয়। জাতীয় ঐক্য বিনষ্ট হলে পুনরায় ফিরে আসার সুযোগ পাবে ফ্যাসিবাদ। আমাদের অটুট থেকে মানবিক বাংলাদেশ গড়তে হবে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ সরকার ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় আর বাংলার মাটিতে হবে না।
ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের সংঘটিত সকল হত্যার বিচার চাই। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলবে।
তিনি আরও বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত দীর্ঘ ৫৩ বছরের প্রত্যেকটি খুন,গুম ও অপকর্মের বিচার বাংলার মাটিতে হবে। যারা বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষের ওপর জুলুম-অত্যাচার করেছে, জমি দখল করেছে, ভিটেমাটি থেকে উচ্ছেদ করেছে, অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করেছে,তাদের ইজ্জতে হাত দিয়েছে সেসব দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করার দাবি জানান তিনি।
সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, সরকারি যেকোনো বাজেট বাস্তবায়নে অন্য কারো পকেটে যেন ৯০ ভাগ ঢুকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা নষ্টের মুখোমুখি করেছে। কুড়িগ্রামের ফেলানী আজ সারা বিশ্বের কাছে নন্দিত। সকল ক্ষেত্রে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে।
জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন ফারুকী’র সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য দেন -জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ব্যারিস্টার সালেহীন ও অধ্যাপক আজিজুর রহমান স্বপন,কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল প্রমুখ।