ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্বে বায়ুদূষণ শহরের শীর্ষে আজ ঢাকা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছুটির দিনে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ঢাকা। আইকিউএয়ার এই শহররে বায়ুর মান ২৩০ থাকায় এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮ টার ৫০ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

এদিকে, বিশ্বের দূষিত শহরের ২২০ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভিয়েতনামের হো চি মিন সিটি। এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। পাশাপাশি তালিকার তৃতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৯৮। স্কোর ১৮৭ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কম্বোডিয়া নম পেন শহর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে।

নিউজটি শেয়ার করুন

বিশ্বে বায়ুদূষণ শহরের শীর্ষে আজ ঢাকা

আপডেট সময় : ০৪:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

ছুটির দিনে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ঢাকা। আইকিউএয়ার এই শহররে বায়ুর মান ২৩০ থাকায় এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮ টার ৫০ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

এদিকে, বিশ্বের দূষিত শহরের ২২০ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভিয়েতনামের হো চি মিন সিটি। এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। পাশাপাশি তালিকার তৃতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৯৮। স্কোর ১৮৭ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কম্বোডিয়া নম পেন শহর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে।