ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আইসিসি থেকে দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / ৪২৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়া কাপের ফাইনালে ঘরের মাঠে ভারতের কাছে হেরে শিরোপা খোয়ায় শ্রীলঙ্কা। বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়েই ভারতে পা রেখেছিল লঙ্কানরা। কিন্তু ১৯৯৬ এর বিশ্বচ্যাম্পিয়নদের বড় পরাজয় দিয়েই শুরু করতে হয় বিশ্বকাপ মিশন।

শনিবার (৭ অক্টোবর) দিল্লিতে টুর্নামেন্টটের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাট করতে পাঠিয়ে ৪২৮ রান হজম করে লঙ্কানরা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তিনটি ভালো ইনিংসের সুবাদে তিন’শ পার করে ফেললেও শেষ পর্যন্ত ১০২ রানে হারে দাসুন শানাকার দল।

প্রোটিয়াদের কাছে বড় হারের পর এবার আর্থিক জরিমানাও হয়েছে শ্রীলঙ্কার। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় দলটির ম্যাচ ফির ১০ শতাংশ অর্থ জরিমানা করেছেন রেফারি। এবারের বিশ্বকাপে এটিই স্লো–ওভার রেটের কারণে প্রথম জরিমানা।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার অরুন জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শ্রীলঙ্কা নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি। নির্দিষ্ট সময়ের মধ্যে দুই ওভার পিছিয়ে থাকায় খেলোয়াড় ও খেলোয়াড়–সহায়ক ব্যক্তিদের জন্য প্রণীত আচরণবিধির ২.২২ ধারা অনুসারে ওভারপ্রতি ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

মাঠের দুই আম্পায়ার শরফউদ্দৌলা শহীদ সৈকত ও রিচার্ড ইলিংওয়ার্থ বিষয়টি জানানোর পর ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ জরিমানা আরোপ করেন। শ্রীলঙ্কা অধিনায়ক শানাকা তা মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।

নিউজটি শেয়ার করুন

আইসিসি থেকে দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা

আপডেট সময় : ০৮:০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

এশিয়া কাপের ফাইনালে ঘরের মাঠে ভারতের কাছে হেরে শিরোপা খোয়ায় শ্রীলঙ্কা। বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়েই ভারতে পা রেখেছিল লঙ্কানরা। কিন্তু ১৯৯৬ এর বিশ্বচ্যাম্পিয়নদের বড় পরাজয় দিয়েই শুরু করতে হয় বিশ্বকাপ মিশন।

শনিবার (৭ অক্টোবর) দিল্লিতে টুর্নামেন্টটের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাট করতে পাঠিয়ে ৪২৮ রান হজম করে লঙ্কানরা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তিনটি ভালো ইনিংসের সুবাদে তিন’শ পার করে ফেললেও শেষ পর্যন্ত ১০২ রানে হারে দাসুন শানাকার দল।

প্রোটিয়াদের কাছে বড় হারের পর এবার আর্থিক জরিমানাও হয়েছে শ্রীলঙ্কার। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় দলটির ম্যাচ ফির ১০ শতাংশ অর্থ জরিমানা করেছেন রেফারি। এবারের বিশ্বকাপে এটিই স্লো–ওভার রেটের কারণে প্রথম জরিমানা।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার অরুন জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শ্রীলঙ্কা নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি। নির্দিষ্ট সময়ের মধ্যে দুই ওভার পিছিয়ে থাকায় খেলোয়াড় ও খেলোয়াড়–সহায়ক ব্যক্তিদের জন্য প্রণীত আচরণবিধির ২.২২ ধারা অনুসারে ওভারপ্রতি ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

মাঠের দুই আম্পায়ার শরফউদ্দৌলা শহীদ সৈকত ও রিচার্ড ইলিংওয়ার্থ বিষয়টি জানানোর পর ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ জরিমানা আরোপ করেন। শ্রীলঙ্কা অধিনায়ক শানাকা তা মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।