হামাসের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনল ইসরায়েল
- আপডেট সময় : ০১:৩৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ৪৪০ বার পড়া হয়েছে
শনিবার হামাসের করা একের পর এক রকেট হামলায় এ পর্যন্ত ইসরায়েলে নিহত হয়েছে ৮ শতাধিক। এখনো দেশটির সীমান্তে হামাসের যোদ্ধা রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। এবার হামাসের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের অ্যাম্বাসেডর গিলাদ এরদান।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, জাতিসংঘের একটি বৈঠকে এ নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়েছে। তবে এর পর কী সিদ্ধান্ত এসেছে, তা জানা যায়নি।
রোববার ইসরায়েলের অ্যাম্বাসেডর গিলাদ এরদান জাতিসংঘের বৈঠকে বলেন, ফিলিস্তিনের ইসলামপন্থী গোষ্ঠী হামাস যুদ্ধাপরাধ করেছে। ’সন্ত্রাসী’ এই গোষ্ঠীর সব অবকাঠামো নির্মূল করে দেওয়ার সময় এসেছে।
গত শনিবার ইসরায়েলে হামলা শুরু করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। জবাবে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলও। এখন পর্যন্ত দুই পক্ষের সংঘাতে ১ হাজার ১০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, হামাসের হামলায় প্রায় ৮০০ ইসরায়েলি নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে ৪ শতাধিক ফিলিস্তিনি।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার কারণে ১ লাখ ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলের প্রধান শহরগুলোতে হামাস যোদ্ধা এবং ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনীর এক কমান্ডার আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হামাসের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।