লেহ-লাদাখ-কার্গিলে বিজেপির হার
- আপডেট সময় : ০১:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ৪২৬ বার পড়া হয়েছে
ভারতের লাদাখে স্বশাসিত পার্বত্য পরিষদের নির্বাচনে জয় পেয়েছে এনসি-কংগ্রেস জোট। ভারতীয় অঞ্চল লেহ, লাদাখ ও কারগিলের জন্য গঠিত এই স্বশাসিত পার্বত্য পরিষদে এনসি ১২টি ও কংগ্রেস ১০টি আসনে জিতেছে। এদিকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জয় পেয়েছে মাত্র দুইটি আসনে। ফলে ২৬ সদস্যের পার্বত্য পরিষদে বোর্ড গঠন করবে এনসি-কংগ্রেস জোট।
পাঁচ বছর পরপর ভোট হয় এখানে। এবার ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও রাহুল গান্ধীর কংগ্রেস জোট করে লড়াই করে। লাদাখে মুসলিমদের সংখ্যা ৪৬ শতাংশ, বৌদ্ধ ৪০ শতাংশ ও হিন্দু ১২ শতাংশ। লেহতে বৌদ্ধরা প্রায় ৪৪ শতাংশ, হিন্দুরা ৩৫ শতাংশ। আর কারগিলের ৭৭ শতাংশ মুসলিম, ১৪ শতাংশ বৌদ্ধ, ৭ শতাংশ হিন্দু ও প্রায় এক শতাংশ শিখ। তিনটি এলাকাতেই বিজেপির পরাজয় হয়েছে। এই নির্বাচনে প্রায় ৭৮ শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল বলেছেন, ‘দশ বছর পর কংগ্রেস আবার এখানে ভালো ফল করল। কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, ‘গত মাসে লাদাখে রাহুল গান্ধী ‘ভারত জোড়ো’ যাত্রা করেছিলেন। তার প্রত্যক্ষ প্রভাব এই নির্বাচনে পড়েছে।’