আহমেদ আল শারাকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৪:৩৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ৩৮৫ বার পড়া হয়েছে

হায়াত তাহরির আল শাম গোষ্ঠীর প্রধান আহমেদ আল শারাকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তাকে দেয়া হয়েছে একটি অস্থায়ী সরকার গঠনের ক্ষমতাও।
নতুন সংবিধান কার্যকর না হওয়া পর্যন্ত এ সরকার ক্ষমতায় থাকবে। এছাড়া, সব বিদ্রোহী গোষ্ঠী ভেঙে দিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একীভূত করা হবে। হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে সামরিক কমান্ডারদের একটি বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
এ সময় শারা জানান, প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম কাজ হবে বৈধ ও আইনি উপায়ে সিরিয়ার সরকারের শূন্যস্থান পূরণ করা। বাশার আল-আসাদকে উৎখাতের দুই মাসেরও কম সময়ের মধ্যে সিরিয়ার ক্ষমতা নিজের হাতে নিলেন আল শারা।