সরকার ২০১৪ ও ১৮ সালের মতো একটি নির্বাচন করতে চায় : প্রিন্স
- আপডেট সময় : ০২:৩৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ৪৩৪ বার পড়া হয়েছে
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘সরকার ২০১৪ ও ১৮ সালের মতো একটি নির্বাচন করতে চাচ্ছে। কিন্তু দেশের মানুষসহ বিদেশিরা আর তাদের বিশ্বাস করে না।’ খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে দলীয় অফিসের সামনে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। অন্যথায় সব দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।’
প্রধান অতিথি আরও বলেন, ‘সরকার জনগণের ভোটের গণতান্ত্রিক অধিকার হরণ করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। খালেদা জিয়া এবং বিএনপিকে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এক দফা আন্দোলনকে দমন করার জন্য নেতাকর্মীদের খুন, গুম করে মিথ্য মামলা দিয়ে হয়রানি করছে। জনগণ এক দফা আন্দোলনে শরিক হয়েছে। তারা এই অবৈধ ভোটচোর, গুম-খুনের সরকারকে গদি থেকে নামিয়েই ঘরে ফিরবে—এর আগে নয়।’
সমাবেশে আরও বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলার আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলার আহ্বায়ক এনায়েত উল্লা কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগরের আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ওয়াহাব আকন্দ, এ কে এম মাহবুবুল আলম প্রমুখ।
এর আগে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে জড়ো হয়।