ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
- আপডেট সময় : ০১:৪৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে
ওয়ার্নার পার্কে শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় পরতে হলো নিগার সুলতানা জ্যোতিদের।
টস হেরে ব্যাটিংয়ের নেমে ভালো শুরু এনে দিয়েছিলেন দিলারা আক্তার। বোল্ড হওয়ার আগে ২১ রান করেন তিনি। এছাড়া মুর্শিদা খাতুন করেন ১৩ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৪৩ বলে ৩৩ রানের ইনিংস টি-টোয়েন্টি সুলভ ছিল না। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে সফরকারীরা থামে ১০৪ রানে।
জবাব দিতে নেমে টাইগ্রেসদের বোলিং তোপে ৬১ রানেই পাঁচ উইকেট হারায় ক্যারিবীয় ব্যাটাররা। তবে শাবিকা গাজনবির ২৭ আর জাইদা জেমসের ১৪ রানে ভর করে জয় তুলে নেয় স্বাগতিকরা।
টাইগ্রেসদের হয়ে ২টি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও সুলতানা খাতুন। প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেট আর দ্বিতীয়টিতে ১০৬ রানের ব্যবধানে হেরে আগেই সিরিজ খুইয়েছিল বাংলাদেশ।