উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্লে-অফ ড্র অনুষ্ঠিত
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০১:৫৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে
শুক্রবার অনুষ্ঠিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্লে-অফ ড্র। যেখানে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার সিটিকে। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিয়েছিল ৩৬ দল।
যেখানে গ্রুপ পর্বের ম্যাচ শেষে সেরা ৮ দল সরাসরি জায়গা করে নিয়েছিল রাউন্ড অব সিক্সটিনে। নিয়মানুযায়ী, বাকি ৮ দলের ভাগ্য নির্ধারণ হবে প্লে-অফে।
টেবিলের ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো ১২ ও ২০ ফেব্রুয়ারি হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে দুই লেগের প্লে-অফে লড়বে শেষ আটটি টিকিটের জন্য।
ড্রয়ে টেবিলের ১১তম দল রিয়াল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ২২তম স্থানে থাকা সিটিকে। ফলে দুদলের একদলকে বিদায় নিতে হচ্ছে নক আউট পর্বের প্রথম রাউন্ডেই। অন্যদিকে সহজ প্রতিপক্ষ পেয়েছে পিএসজি, মিলান ও বায়ার্নের মতো পরাশক্তিরা।