‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন হবে: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা
- আপডেট সময় : ০৮:২১:০৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৪১ বার পড়া হয়েছে
আগামী সপ্তাহে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। আজ রোববার সচিবালয়ে এ কথা জানান তিনি।
এসময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আগামী সপ্তাহে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন হবে। যার নীতিমালায় থাকবে আহতরা সারাজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। আহতদের প্রশিক্ষণ দেবার পাশাপাশি যোগ্যতা অনুযায়ি চাকরির ব্যবস্থা করা হবে। শহীদ পরিবারকে আজীবন ভাতা দেবার বিষয় নিশ্চিত করা হবে।
জুলাই ফাউন্ডেশনের ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে পঙ্গু হাসপাতলের সামনে আন্দোলনে আহতদের সড়ক অবরোধ করার বিষয়ে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘শঙ্কা তৈরি হবার কারণে অভ্যুত্থানে আহতরা সড়ক অবরোধ করতে পারেন। কিন্তু তাদের ত্যাগের বিষয় সমুজ্জ্বল রেখে সবকিছু করা হবে। নানান দাবি দাওয়া নিয়ে সড়কে নামছে, নিজেদের গুছিয়ে নেবার বিষয়ও আছে।’
এসময় উপদেষ্টা আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিশেষ বরাদ্দ হিসেবে ২৩২ কোটি টাকা মিলেছে।
বৈঠকে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬৪ কোটি ৫১ লাখ টাকা ৩ হাজার ১১১ জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
এর আগে গত মাসে এক বৈঠকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছিলেন ফেব্রুয়ারি মাসেই জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে বলে সেসময় জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারকে সহায়তা, আহতদের পুনর্বাসনসহ গণ-অভ্যুত্থানের সার্বিক বিষয় নিয়ে কাজ করবে এটি।’
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্থিক সহায়তা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘সরকার শহীদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পর্যায়ক্রমে ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ প্রদান করবে।’
তিনি বলেন, ‘আগামী সপ্তাহ থেকে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাঝে ২৩২ কোটি ৬০ লাখ টাকা বিতরণ কার্যক্রম শুরু হবে। এই বরাদ্দ থেকে প্রতিটি শহীদ পরিবারের জন্য ১০ লাখ টাকা সঞ্চয়পত্র রাখা হবে।’
এই অর্থ থেকে প্রতিটি শহীদ পরিবারকে ২০ লাখ টাকা দেওয়া হবে। আহতের ধরন বিবেচনা করে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক সহায়তাও প্রদান করা হবে। এ ছাড়া, আগামী জুলাই মাস থেকে গণ-অভ্যুত্থানে গুরুতর আহতদের মাসিক ভাতা প্রদান করা হবে।’