যুক্তরাষ্ট্রে আবার বিমান দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা ১০৯ আরোহী
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ১২:৩৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৪৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে জোড়া বিমান দুর্ঘটনার সপ্তাহ না পেরোতেই আবার দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১০৯ আরোহী। স্থানীয় সময় রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে ঘটে এ ঘটনা।
জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করছিল ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
এসময় আগুন ধরে যায় এয়ারবাস এ-থ্রি-ওয়ান-নাইন উড়োজাহাজটির ডানার নিচের অংশে। তাৎক্ষণিকভাবে উড্ডয়ন স্থগিত করে নিরাপদে সরিয়ে নেয়া হয় আরোহীদের।
এদিকে, ওয়াশিংটনে হেলিকপ্টার-বিমান সংঘর্ষের চারদিনে নিহত ৬৭ আরোহীর মধ্যে ৫৫ জনের মরদেহ উদ্ধার ও শনাক্তের কাজ সম্পন্ন করেছে প্রশাসন।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিহতদের স্বজনরা। অন্যদিকে ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তের দু’দিন পেরোলেও দুর্ঘটনার কারণ এখনও অজানা। অনুসন্ধান চলছে।