ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আমেরিকায় ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমেরিকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ বিভাগের (আইসিই) নেতৃত্বে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হচ্ছে।

মার্কিন সংবাদমাদ্যম ফক্স নিউজ জানায়, গত ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৯ দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ৭ হাজার ৪০০ জনের বেশি নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে আইসিই। গ্রেপ্তারদের মধ্যে প্রায় ৬ হাজার জনকে বন্দীশালায় রাখা হয়েছে। শিগগিরই তাদের নিজ নিজ দেশ কিংবা কিউবার গুয়ান্তানামো বন্দীশালায় পাঠানো হবে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউইয়র্ক সিটি, ইলিনয়ের শিকাগো এবং ম্যাসাচুসেটসের বোস্টন শহরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এই নথিবিহীন অভিবাসীদের। গ্রেপ্তারদের মধ্যে অনেকের বিরুদ্ধেই ধর্ষণ, অপ্রাপ্তবয়স্কদের প্রতি যৌন সহিংসতা, বন্দুক ও মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইসিই।

ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারের সময় অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর সাংবিধানিক বিধি মেনে গত ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন ট্রাম্প। ক্ষমতায় এসে অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে তিনি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করেছেন। এর ধারাবাহিকতায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযান শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আমেরিকায় ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

আমেরিকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ বিভাগের (আইসিই) নেতৃত্বে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হচ্ছে।

মার্কিন সংবাদমাদ্যম ফক্স নিউজ জানায়, গত ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৯ দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ৭ হাজার ৪০০ জনের বেশি নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে আইসিই। গ্রেপ্তারদের মধ্যে প্রায় ৬ হাজার জনকে বন্দীশালায় রাখা হয়েছে। শিগগিরই তাদের নিজ নিজ দেশ কিংবা কিউবার গুয়ান্তানামো বন্দীশালায় পাঠানো হবে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউইয়র্ক সিটি, ইলিনয়ের শিকাগো এবং ম্যাসাচুসেটসের বোস্টন শহরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এই নথিবিহীন অভিবাসীদের। গ্রেপ্তারদের মধ্যে অনেকের বিরুদ্ধেই ধর্ষণ, অপ্রাপ্তবয়স্কদের প্রতি যৌন সহিংসতা, বন্দুক ও মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইসিই।

ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারের সময় অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর সাংবিধানিক বিধি মেনে গত ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন ট্রাম্প। ক্ষমতায় এসে অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে তিনি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করেছেন। এর ধারাবাহিকতায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযান শুরু হয়েছে।