ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টানা দ্বিতীয় জয় নিউজিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • / ৪৫৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে তিন ব্যাটারের ফিফটিতে রানের পাহাড় গড়েছিল নিউজিল্যান্ড। এরপর পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে এক মিচেল স্যান্টনারের সামনে মুখ থুবড়ে পড়ে ডাচরা। যার সুবাদে বাঁহাতি এই স্পিনারের ফাইফারে হেসেখেলে সহজেই জয় তুলে নিলো কিউইরা। সেই সাথে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল টম ল্যাথামের দল।

সোমবার (৯ অক্টোবর) হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উইল ইয়াং, রাচিন রবীন্দ্র ও অধিনায়ক টম লাথামের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ৩২২ রান করে নিউজিল্যান্ড। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬.৩ ওভারে ২২৩ রানেই শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। এতে ৯৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা।

এর আগে হায়দরাবাদে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের খোঁজে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ডাচরা। ব্যাট করতে নেমে এদিনও দারুণ শুরু পায় কিউইরা। নেদারল্যান্ডসের বিপক্ষে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে যান উইল ইয়াং, রাচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেল।

এই তিনজনের পর মাঝে দ্রুত উইকেট পড়লে রান মিচেল সাটনারকে নিয়ে রানের চাকা সচল রাখেন অধিনায়ক টম লাথ্যাম। তার ৫৩ ও শেষ দিকে সাটনারের ১৭ বলে জড়ো ৩৬ রানে ভর করে ৭ উইকেটে ডাচদের ৩২৩ রানের টার্গেট ছুড়ে কিউইরা।

কিউইদের হয়ে ব্যাট হাতে ওপেনার ডেভন কনওয়ে করেন ৩২ রান। এরপর রাচিন রবীন্দ্রকে নিয়ে ফিফটি তুলে ব্যক্তিগত ৭০ রানে ফিরেন উইল ইয়াং। এরপর ফিফটি আদায় করে ৫১ রানে থামেন রাচিন।

নিউজটি শেয়ার করুন

টানা দ্বিতীয় জয় নিউজিল্যান্ডের

আপডেট সময় : ০৫:২৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে তিন ব্যাটারের ফিফটিতে রানের পাহাড় গড়েছিল নিউজিল্যান্ড। এরপর পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে এক মিচেল স্যান্টনারের সামনে মুখ থুবড়ে পড়ে ডাচরা। যার সুবাদে বাঁহাতি এই স্পিনারের ফাইফারে হেসেখেলে সহজেই জয় তুলে নিলো কিউইরা। সেই সাথে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল টম ল্যাথামের দল।

সোমবার (৯ অক্টোবর) হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উইল ইয়াং, রাচিন রবীন্দ্র ও অধিনায়ক টম লাথামের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ৩২২ রান করে নিউজিল্যান্ড। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬.৩ ওভারে ২২৩ রানেই শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। এতে ৯৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা।

এর আগে হায়দরাবাদে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের খোঁজে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ডাচরা। ব্যাট করতে নেমে এদিনও দারুণ শুরু পায় কিউইরা। নেদারল্যান্ডসের বিপক্ষে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে যান উইল ইয়াং, রাচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেল।

এই তিনজনের পর মাঝে দ্রুত উইকেট পড়লে রান মিচেল সাটনারকে নিয়ে রানের চাকা সচল রাখেন অধিনায়ক টম লাথ্যাম। তার ৫৩ ও শেষ দিকে সাটনারের ১৭ বলে জড়ো ৩৬ রানে ভর করে ৭ উইকেটে ডাচদের ৩২৩ রানের টার্গেট ছুড়ে কিউইরা।

কিউইদের হয়ে ব্যাট হাতে ওপেনার ডেভন কনওয়ে করেন ৩২ রান। এরপর রাচিন রবীন্দ্রকে নিয়ে ফিফটি তুলে ব্যক্তিগত ৭০ রানে ফিরেন উইল ইয়াং। এরপর ফিফটি আদায় করে ৫১ রানে থামেন রাচিন।