ম্যানসিটিকে ৫-১ গোলে হারিয়েছে আর্সেনাল
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০২:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে
ঘরের মাঠ এমিরেটসে ম্যানসিটিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। ম্যাচের মাত্র ২ মিনিটেই মার্টিন ওডেগার্ডের গোলে এগিয়ে যায় আর্সেনাল। পুরো প্রথমার্ধেই ম্যানসিটির ওপর একপ্রকার রাজত্ব করে তারা। বিরতির পর ৫৫ মিনিটে আর্লিং হালান্ডের গোলে সমতা ফেরায় সিটি।
দুই মিনিট পরে থমাস পার্টের গোলে ২-১ গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর ৬২ মিনিটে গোল করে স্কোরলাইন করেন ৩-১ করেন মাইলস।
৭৬ মিনিটে ব্যবধান ৪-১ করেন কাই হাভার্টজ। অতিরিক্ত সময়ে কফিনে শেষ পেরেক ঠুকেন ও ইথান নোয়ানেরি। ২৪ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চারে ম্যানসিটি। সমান ম্যাচে দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৫০।
এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
আর ব্রেন্ডফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম।