ইংল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহ’র পরিবর্তে শেখ মেহেদী
- আপডেট সময় : ০৫:২৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ৪২৩ বার পড়া হয়েছে
বিশ্বকাপ ক্রিকেটের নিজেদের দ্বিতীয় খেলায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দুই দলেই আছে একটি করে পরিবর্তন। বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা করে দিয়েছেন শেখ মেহেদীকে। ইংল্যান্ড রিস টপলিকে এনেছে মঈন আলীর জায়গায়। মঈন দলের সহ-অধিনায়কও।
আজ (মঙ্গলবার) ভারতের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বেলা ১১টায়।
এদিকে, প্রতিপক্ষ ইংল্যান্ড শক্তিশালী হলেও, সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। এজন্য মাঠে নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্য দলের খেলোয়াড়দের। অন্যদিকে, প্রথম ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হওয়া ইংল্যান্ড দলের লক্ষ্য ঘুরে দাঁড়ানো।
বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড স্কোয়াড
জনি বেয়ারস্টো, ডেভিড ম্যালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।