আ.লীগ দেশকে জাহান্নাম বানাতে চেয়েছিল: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:৪৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৪৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ দেশকে জাহান্নাম বানাতে চেয়েছিল বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মহান রব দেশকে কুদরতি হাতে রক্ষা করেছেন।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফেনীর ফুলগাজীর কালির হাটে শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের কবর জিয়ারত শেষে তিনি কথাটি বলেন।
জামায়াত আমির বলেছেন, চাঁদাবাজির পথ প্রশস্ত করতে চব্বিশের শহীদরা প্রাণ দেননি। দোহাই লাগে এসব বন্ধ করুন। এসব করলে শহীদদের রক্তের অসম্মান হবে। শহীদদের রক্ত যেন বৃথা না যায়।
কবর জিয়ারতের পর জামায়াত আমির শহীদ ইশতিয়াকের বাবা ও মাসহ আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন।
এর আগে ডা. শফিকুর রহমান ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপহার দেওয়া ঘর উদ্বোধন করেন।