ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নারীশিক্ষায় সমর্থন দেওয়ায় দেশ ছাড়তে বাধ্য হলেন তালেবান মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৭০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারীদের পড়াশোনায় তালেবান সরকারের নিষেধাজ্ঞার সমালোচনা করার পর আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্বাস স্তানিকজাই। তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আশ্রয় নিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২০ জানুয়ারি খোস্ত প্রদেশে একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে কন্যাশিশুদের মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা এবং নারীদের উচ্চশিক্ষায় তালেবান সরকারের দেওয়া নিষেধাজ্ঞার সমালোচনা করেন মোহাম্মদ আব্বাস।

ওই অনুষ্ঠানে তিনি বলেন, নারীশিক্ষায় নিষেধাজ্ঞার জন্য কখনই কোনো অজুহাত দেওয়া যায় না। দুই কোটি মানুষের প্রতি অন্যায় করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সেদিন তিনি আরও বলেন, হজরত মুহাম্মদ (সা.)–এর সময়ে নারী-পুরুষ উভয়ের জন্য জ্ঞানের দরজা খোলা ছিল। এমন বক্তব্যের সমালোচনা করে মোহাম্মদ আব্বাসকে গ্রেপ্তার এবং তাঁর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। এরপরই আফগানিস্তান ছাড়েন মোহাম্মাদ আব্বাস।

নিউজটি শেয়ার করুন

নারীশিক্ষায় সমর্থন দেওয়ায় দেশ ছাড়তে বাধ্য হলেন তালেবান মন্ত্রী

আপডেট সময় : ০১:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

নারীদের পড়াশোনায় তালেবান সরকারের নিষেধাজ্ঞার সমালোচনা করার পর আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্বাস স্তানিকজাই। তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আশ্রয় নিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২০ জানুয়ারি খোস্ত প্রদেশে একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে কন্যাশিশুদের মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা এবং নারীদের উচ্চশিক্ষায় তালেবান সরকারের দেওয়া নিষেধাজ্ঞার সমালোচনা করেন মোহাম্মদ আব্বাস।

ওই অনুষ্ঠানে তিনি বলেন, নারীশিক্ষায় নিষেধাজ্ঞার জন্য কখনই কোনো অজুহাত দেওয়া যায় না। দুই কোটি মানুষের প্রতি অন্যায় করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সেদিন তিনি আরও বলেন, হজরত মুহাম্মদ (সা.)–এর সময়ে নারী-পুরুষ উভয়ের জন্য জ্ঞানের দরজা খোলা ছিল। এমন বক্তব্যের সমালোচনা করে মোহাম্মদ আব্বাসকে গ্রেপ্তার এবং তাঁর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। এরপরই আফগানিস্তান ছাড়েন মোহাম্মাদ আব্বাস।