ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফিলিস্তিনিদের সরাতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান আরব দেশগুলোর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের সরানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করেছে আরব দেশগুলো। এ বিষয়ে দেশগুলোর পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি যৌথ বিবৃতি দিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়া বিবৃতিতে সই করেছেন জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এবং ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল-শেখ। শীর্ষ এই কূটনীতিকেরা রোববার মিশরের রাজধানী কায়রোতে একটি বৈঠক করেন।

এর আগে গত ২৫ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প পরামর্শ দেন, জর্ডান ও মিশর গাজা থেকে ফিলিস্তিনিদের নিয়ে আশ্রয় দিতে পারে। তাৎক্ষণিকভাবেই জর্ডান, মিশর ও অন্য আরব দেশগুলো এই প্রস্তাবের বিরোধিতা করেছিল। এবার আনুষ্ঠানিকভাবে যৌথ বিবৃতি দিল দেশগুলো।

২০২৩ এর ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক আগ্রাসন চালায় ইসরায়েল। গাজার স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৫ মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় প্রায় ৬২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখের বেশি মানুষ। তবে বর্তমানে গাজায় যুদ্ধবিরতি চলছে। গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় ভুখণ্ডটিতে।

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিনিদের সরাতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান আরব দেশগুলোর

আপডেট সময় : ০১:৫৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের সরানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করেছে আরব দেশগুলো। এ বিষয়ে দেশগুলোর পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি যৌথ বিবৃতি দিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়া বিবৃতিতে সই করেছেন জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এবং ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল-শেখ। শীর্ষ এই কূটনীতিকেরা রোববার মিশরের রাজধানী কায়রোতে একটি বৈঠক করেন।

এর আগে গত ২৫ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প পরামর্শ দেন, জর্ডান ও মিশর গাজা থেকে ফিলিস্তিনিদের নিয়ে আশ্রয় দিতে পারে। তাৎক্ষণিকভাবেই জর্ডান, মিশর ও অন্য আরব দেশগুলো এই প্রস্তাবের বিরোধিতা করেছিল। এবার আনুষ্ঠানিকভাবে যৌথ বিবৃতি দিল দেশগুলো।

২০২৩ এর ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক আগ্রাসন চালায় ইসরায়েল। গাজার স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৫ মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় প্রায় ৬২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখের বেশি মানুষ। তবে বর্তমানে গাজায় যুদ্ধবিরতি চলছে। গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় ভুখণ্ডটিতে।