সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০
- আপডেট সময় : ০১:৪৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে
সুইডেনের ওরেব্রো শহরে একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে। বন্দুকধারীও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় দেশটির সকল স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির ইতিহাসে বন্দুকধারীর গুলিতে এটাই সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সুইডিশ পুলিশের বরাত দিয়ে বিবিসি, সিএনএন, আল জাজিরা ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো এসব তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে. মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে দেশটির মধ্যাঞ্চলে ওরেব্রোতে স্কুল ভবনে সন্দেহজনক গুলিবর্ষণের ঘটনার খবর জানতে পারে পুলিশ। পরে পুলিশ ওরেব্রোর পশ্চিম হগা এলাকার স্কুল ক্যাম্পাসটি ঘিরে ফেলে। পুলিশের সঙ্গে হামলাকারীর গুলি বিনিময় হয়।
খবরে আরও বলা হয়, রিসবার্গস্কা স্কুলে এ হামলার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। আহতদের মধ্যে ছয়জনকে স্থানীয় ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনই গুলিবিদ্ধ হয়েছেন।
ঘটনার প্রতিক্রিয়ায় সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, ‘এটা আমাদের দেশের ইতিহাসে অত্যন্ত কষ্টের দিন।’ প্রাথমিকভাবে এ হামলার পেছনে কোনো ধরনের সন্ত্রাসবাদী উদ্দেশ্য পায়নি পুলিশ।