অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির

- আপডেট সময় : ০৩:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪১৭ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ‘জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি, তারাই রাষ্ট্র পরিচালনা হকদার এবং সেই ব্যবস্থাই করতে হবে। অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না। এ জন্য নানা অজুহাতে নির্বাচনকে বিলম্ব করার প্রচেষ্টা দেশবিরোধী এবং ৫ আগস্টের চেতনাবিরোধী তৎপরতা হিসেবে দেখবে জাতি।’
আজ বুধবার সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জামায়াতের নায়েবে আমির।
ডা. তাহের বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠ করার জন্য গুণগত পরিবর্তন আনার কতিপয় সংস্কারের প্রয়োজন। তবে ন্যায়সঙ্গত যতটুকু সময় প্রয়োজন এর মধ্যেই একটি সুষ্ঠ নির্বাচন দিতে হবে।’
কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এ.টি.এম মাছুম, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, মু. আবদুস সাত্তারসহ অন্যরা।