ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

খালি পড়ে আছে চাঁপাইনবাবগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের ঘর

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:২২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুরে সরকারি আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ ঘর খালি পড়ে আছে। ২২০টির মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে মাত্র ৩০টি পরিবারকে। দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগ। ব্যবহার না হওয়ায় ও রক্ষণাবেক্ষণের অভাবে ঘরগুলো নষ্ট হয়ে হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুরে সারি সারি দাঁড়িয়ে আছে আশ্রয়ণ প্রকল্পের লাল ও সাদা রংয়ের টিনের ঘর। বসবাসের সুবিধার জন্য ঘরের সামনে ও পেছনে রয়েছে বারান্দা, গভীর নলকূপ, টয়লেট ও গোসলখানা। আশ্রয়ণ প্রকল্পের ব্যারাকের সামনে দেয়া হয়েছে বৈদ্যুতিক খুঁটি, যেখান থেকে প্রত্যেক ঘর পর্যন্ত গেছে বৈদ্যুতিক তার। কিন্তু ঘরগুলোতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। এমনকি দুই বছর আগে প্রকল্পের কাজ শেষ হলেও এখনও সেখানকার বেশিরভাগ ঘর বরাদ্দ দেয়া হয়নি।

শাহজাহানপুরে সরকারি আশ্রয়ণ প্রকল্পে ২২০টি ঘর নির্মাণ করা হয়েছে। এরমধ্যে মাত্র ৩০টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় তাদের কেউ কেউ অন্যত্র চলে যাচ্ছেন।

এই প্রকল্পের ঘরগুলোকে বরাদ্দ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াসহ ভূমিহীন পরিবারগুলোকে এসব ঘরে বসবাসের জন্য উৎসাহিত করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

গত ২২শে মার্চ চতুর্থ ধাপে ২৩০ পরিবারের মধ্যে জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে ভূমি ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

খালি পড়ে আছে চাঁপাইনবাবগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের ঘর

আপডেট সময় : ০৭:২২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুরে সরকারি আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ ঘর খালি পড়ে আছে। ২২০টির মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে মাত্র ৩০টি পরিবারকে। দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগ। ব্যবহার না হওয়ায় ও রক্ষণাবেক্ষণের অভাবে ঘরগুলো নষ্ট হয়ে হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুরে সারি সারি দাঁড়িয়ে আছে আশ্রয়ণ প্রকল্পের লাল ও সাদা রংয়ের টিনের ঘর। বসবাসের সুবিধার জন্য ঘরের সামনে ও পেছনে রয়েছে বারান্দা, গভীর নলকূপ, টয়লেট ও গোসলখানা। আশ্রয়ণ প্রকল্পের ব্যারাকের সামনে দেয়া হয়েছে বৈদ্যুতিক খুঁটি, যেখান থেকে প্রত্যেক ঘর পর্যন্ত গেছে বৈদ্যুতিক তার। কিন্তু ঘরগুলোতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। এমনকি দুই বছর আগে প্রকল্পের কাজ শেষ হলেও এখনও সেখানকার বেশিরভাগ ঘর বরাদ্দ দেয়া হয়নি।

শাহজাহানপুরে সরকারি আশ্রয়ণ প্রকল্পে ২২০টি ঘর নির্মাণ করা হয়েছে। এরমধ্যে মাত্র ৩০টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় তাদের কেউ কেউ অন্যত্র চলে যাচ্ছেন।

এই প্রকল্পের ঘরগুলোকে বরাদ্দ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াসহ ভূমিহীন পরিবারগুলোকে এসব ঘরে বসবাসের জন্য উৎসাহিত করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

গত ২২শে মার্চ চতুর্থ ধাপে ২৩০ পরিবারের মধ্যে জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে ভূমি ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা করা হয়।