ঢাকা ১০:০১ অপরাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সীমান্ত হত্যা নিয়ে প্রতিবেশী দেশকে কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / ৩৩৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্য দেশের সীমান্ত রক্ষীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, ‘যদি ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের হত্যা করা হয়, তাহলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের প্রতিও কঠোর হতে পারে বিজিবি।’

শনিবার (১ মার্চ) সকালে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) প্রশিক্ষণ মাঠে বিজিবির উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সীমান্ত নিরাপদ আছে। সীমান্তের নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেন। তিনি বলেন, অন্য দেশের সীমান্তে অনুপ্রবেশ না করলে সকল বাংলাদেশিই নিরাপদ।

তিনি বলেন, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনাকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে বিজিবি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

সীমান্ত হত্যা নিয়ে প্রতিবেশী দেশকে কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট সময় : ০৪:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

অন্য দেশের সীমান্ত রক্ষীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, ‘যদি ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের হত্যা করা হয়, তাহলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের প্রতিও কঠোর হতে পারে বিজিবি।’

শনিবার (১ মার্চ) সকালে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) প্রশিক্ষণ মাঠে বিজিবির উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সীমান্ত নিরাপদ আছে। সীমান্তের নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেন। তিনি বলেন, অন্য দেশের সীমান্তে অনুপ্রবেশ না করলে সকল বাংলাদেশিই নিরাপদ।

তিনি বলেন, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনাকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে বিজিবি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।