ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইউক্রেনে সামরিক সাহায্য বন্ধের নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার এই সিদ্ধান্ত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে আপাতত সাময়িকভাবে ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। হোয়াইট সাউসে নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিসার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ট্রাম্পের নির্দেশে বলা হয়েছে, এখনো পর্যন্ত যা সাহায্য দেওয়া হয়েছে, তার পর্যালোচনা করে দেখা হবে, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বস্তুত, এই সাহায্য ইউক্রেন যুদ্ধ থামাতে কতটা কার্যকরী হয়েছে, তা বিবেচনা করে দেখা হবে।

গত শুক্রবার অ্যামেরিকা সফরে গেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অ্যামেরিকার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করার জন্যই অ্যামেরিকায় গেছিলেন তিনি। চুক্তি অনুযায়ী ইউক্রেনের বিরল খনিজ সম্পদ পাওয়ার কথা অ্যামেরিকার।

চুক্তির ঠিক আগে ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দুই প্রেসিডেন্ট। অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্টও ছিলেন সেখানে। ওই সভায় জেলেনস্কি জানান, ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মানতে রাজি আছে। কিন্তু তাদের কিছু শর্ত আছে। জেলেনস্কি মনে করিয়ে দেন, রাশিয়া এর আগেও চুক্তি ভেঙেছে।

জেলেনস্কির এই মন্তব্য নিয়ে ট্রাম্পের সঙ্গে বচসা শুরু হয়। বস্তুত, এরপর দুই দেশের চুক্তিটিও সই হয়নি। হোয়াইট সূত্র জানিয়েছে, চুক্তি সই না হওয়ায় জেলেনস্কিকে হোয়াইট হাউস ছেড়ে চলে যেতে বলা হয়।

ঘটনার সূত্র ধরে ইউরোপের সঙ্গে অ্যামেরিকার একটি টানাপড়েন তৈরি হয়েছে। রোববার লন্ডনে ইউরোপের নেতারা বৈঠকে বসেছিলেন। সেখানে তারা জেলেনস্কির পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার ট্রাম্প আবার জেলেনস্কির সমালোচনা করেছেন। জেলেনস্কি বলেছেন, যুদ্ধ এখনই শেষ হবে বলে মনে হচ্ছে না। এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ট্রাম্প।

ট্রাম্প লিখেছেন, অ্যামেরিকা এভাবে আর সাহায্য দিতে পারবে না। জেলেনস্কির মন্তব্যের কড়া সমালোচনা করেছেন তিনি। ট্রাম্প লিখেছেন, ”ওই ব্যক্তি (জেলেনস্কি) শান্তি চান না। পরিষ্কারভাবে তা জানিয়ে দিয়েছেন। অ্যামেরিকা এবং ইউরোপের সাহায্যে তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারছেন।”

ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতিতে না গেলে জেলেনস্কি আর খুব বেশিদিন ইউক্রেনের প্রেসিডেন্ট থাকতে পারবেন না। ট্রাম্প তাকে স্বৈরাচারী বলেও অভিহিত করেছেন। উল্লেখ্য, ২০১৯ সালে বিপুল জনসমর্থন নিয়ে জয়ী হয়েছিলেন জেলেনস্কি। পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৪ সালের মার্চে। কিন্তু যুদ্ধের জন্য সেই নির্বাচন পিছিয়ে গেছে। রয়টার্স, এপি

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনে সামরিক সাহায্য বন্ধের নির্দেশ ট্রাম্পের

আপডেট সময় : ০১:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

সোমবার এই সিদ্ধান্ত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে আপাতত সাময়িকভাবে ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। হোয়াইট সাউসে নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিসার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ট্রাম্পের নির্দেশে বলা হয়েছে, এখনো পর্যন্ত যা সাহায্য দেওয়া হয়েছে, তার পর্যালোচনা করে দেখা হবে, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বস্তুত, এই সাহায্য ইউক্রেন যুদ্ধ থামাতে কতটা কার্যকরী হয়েছে, তা বিবেচনা করে দেখা হবে।

গত শুক্রবার অ্যামেরিকা সফরে গেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অ্যামেরিকার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করার জন্যই অ্যামেরিকায় গেছিলেন তিনি। চুক্তি অনুযায়ী ইউক্রেনের বিরল খনিজ সম্পদ পাওয়ার কথা অ্যামেরিকার।

চুক্তির ঠিক আগে ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দুই প্রেসিডেন্ট। অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্টও ছিলেন সেখানে। ওই সভায় জেলেনস্কি জানান, ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মানতে রাজি আছে। কিন্তু তাদের কিছু শর্ত আছে। জেলেনস্কি মনে করিয়ে দেন, রাশিয়া এর আগেও চুক্তি ভেঙেছে।

জেলেনস্কির এই মন্তব্য নিয়ে ট্রাম্পের সঙ্গে বচসা শুরু হয়। বস্তুত, এরপর দুই দেশের চুক্তিটিও সই হয়নি। হোয়াইট সূত্র জানিয়েছে, চুক্তি সই না হওয়ায় জেলেনস্কিকে হোয়াইট হাউস ছেড়ে চলে যেতে বলা হয়।

ঘটনার সূত্র ধরে ইউরোপের সঙ্গে অ্যামেরিকার একটি টানাপড়েন তৈরি হয়েছে। রোববার লন্ডনে ইউরোপের নেতারা বৈঠকে বসেছিলেন। সেখানে তারা জেলেনস্কির পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার ট্রাম্প আবার জেলেনস্কির সমালোচনা করেছেন। জেলেনস্কি বলেছেন, যুদ্ধ এখনই শেষ হবে বলে মনে হচ্ছে না। এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ট্রাম্প।

ট্রাম্প লিখেছেন, অ্যামেরিকা এভাবে আর সাহায্য দিতে পারবে না। জেলেনস্কির মন্তব্যের কড়া সমালোচনা করেছেন তিনি। ট্রাম্প লিখেছেন, ”ওই ব্যক্তি (জেলেনস্কি) শান্তি চান না। পরিষ্কারভাবে তা জানিয়ে দিয়েছেন। অ্যামেরিকা এবং ইউরোপের সাহায্যে তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারছেন।”

ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতিতে না গেলে জেলেনস্কি আর খুব বেশিদিন ইউক্রেনের প্রেসিডেন্ট থাকতে পারবেন না। ট্রাম্প তাকে স্বৈরাচারী বলেও অভিহিত করেছেন। উল্লেখ্য, ২০১৯ সালে বিপুল জনসমর্থন নিয়ে জয়ী হয়েছিলেন জেলেনস্কি। পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৪ সালের মার্চে। কিন্তু যুদ্ধের জন্য সেই নির্বাচন পিছিয়ে গেছে। রয়টার্স, এপি