মেয়েদের ভয় লেগেই আছে…’ হঠাৎ কেন এমন লিখলেন স্বস্তিকা?

- আপডেট সময় : ১২:৪২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে

স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই স্পষ্টবক্তা। যে কোনও বিষয়ে তাঁর ভাবনাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন। এদিনও তার অন্যথা হল না। এদিন একটি ইঙ্গিতবহ পোস্টে টেক্কা অভিনেত্রী লেখেন মেয়েরা পথেঘাটে বেরোতে ভয় পান। কিন্তু কেন এমনটা লিখেছেন তিনি?
সকলেই জানেন স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই পশুদের জন্য কাজ করেন। তাদের উপর হওয়া কোনও অন্যায় তিনি সহ্য করতে পারেন না। সম্প্রতি পশুপ্রেম এবং তাদের নিয়ে কাজ করার জন্য সম্মানিতও হয়েছেন অভিনেত্রী। আর ঠিক তারপরই এদিন একটি পোস্ট শেয়ার করেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। যদিও বর্তমানে সেই পোস্ট ডিলিটেড কিন্তু অভিনেত্রীর মন্তব্য এবং তাতে নেটিজেনদের পাল্টা মন্তব্য দেখে বেশ বোঝা যাচ্ছে সেটি কুকুর সংক্রান্ত কোনও পোস্ট ছিল।
সেই পোস্ট শেয়ার করে অভিনেত্রী এদিন লেখেন, ‘কিছু কিছু মানুষ ভয়ঙ্কর আক্রমণাত্মক হয়েই আছে। রেপ করছে, খুন করছে। আমাদের মেয়েদের ভয় লেগেই আছে। বাসে, ট্রামে, অফিসে, বন্দরে, বাড়িতে, স্কুলে, কলেজে। কি করছেন সেটার ব্যাপারে যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন প্লিজ!’
অনেকেই এদিন অভিনেত্রীর পোস্টে মন্তব্য করেছেন। কেউ তাঁকে সমর্থন করেছেন। কেউ আবার সমালোচনা করেছেন। এক ব্যক্তি অভিনেত্রীর ভাবনার বিরোধিতা করে লেখেন, ‘রাস্তার কুকুর মাঝেমধ্যেই কামড়ায়। সেই কামড় খেলে যে ইঞ্জেকশন খেতে হয় বেশিরভাগ হাসপাতালে সেই ওষুধ পাওয়া যায় না। আমিও কুকুরপ্রেমী। কুকুর থেকে ভয় পাওয়ার সাথে খুন ধর্ষণকে জুড়ে দেওয়ার ন্যাকামিটা হাস্যকর লাগলো। রাস্তার কুকুরের ভ্যাকসিনেশন, স্টেরিলাইজেশন, হাসপাতালে ওষুধ মজুত রাখার জন্য জনগণ যাদের পয়সা দিয়ে পোষে, সেই সরকারী মন্ত্রীসান্ত্রীদের সাথে যখন পরেরবার ওঠবস করবেন, তখন তাদেরকে এই লক্ষ্য করে প্রকাশ্যে এই বিষয়ে অনুরোধ জানানোর অনুরোধ জানিয়ে রাখলাম। আপনি সেলিব্রেটি। আপনার কথায় কাজ হতে পারে।’ আরেকজন লেখেন, ‘মানুষ যেরকম আক্রমণাত্মক হয়ে ক্ষতি করে। কিছু কিছু ক্ষেত্রে কুকুরও ক্ষতি করে। মানুষ যেরকম ইচ্ছাকৃত করে ক্ষতি করে, কুকুর সেটা করে না।
কুকুর আক্রমণাত্মক হয়, যদি কোন তারা রোগে আক্রান্ত হয় সে কারণে। কিংবা তাদের কোন পাস্ট ট্রমা থেকে। অনেক সময় তারা তাদের এলাকায় নতুন মানুষ দেখলেও আক্রমণাত্মক হয়ে ওঠে। কিন্তু দুটোর মধ্যে তো তুলনা করা উচিত হল কি? অনেক মানুষই আছেন যারা কুকুরের দঙ্গলে পরে আঘাতপ্রাপ্ত হয়েছেন। বাড়ির খুদে সদস্যরা অনেক সময় আঘাতপ্রাপ্ত হয়। সেজন্য অনেকের মনে ভয় থাকে। কেউ কুকুরকে না আক্রমণ করলেই হল। কিন্তু সাধারণ প্রশ্নের উত্তরে দুটো ঘুরিয়ে-পেঁচিয়ে জবাব দিয়ে মানুষকে অকারণ চারটে কথা সম্মুখীন করাটা কতটা সমীচীন জানা নেই।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘মানুষ অন্যায় করলে তো একটা পদ্ধতির মধ্যে দিয়ে বিচার হয়। কুকুর ভুলভাবে নিরীহ মানুষকে কামড়ালে তার বিচার কোথায় হয়? আপনি তুল্যমূল্যতায় আনলেন তাই বললাম।’ চতুর্থ ব্যক্তি লেখেন, ‘প্রসঙ্গ যাই হোক না কেন এই মহিলার সব সময় রেপ ভিকটিম কার্ড খেলতেই হয়।’
অনেকেই আবার স্বস্তিকাকে সমর্থন করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘একদম ঠিক কথা বলেছেন।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘সপাটে সত্যি কথা বলে দিলেন।’
স্বস্তিকা মুখোপাধ্যায় এদিন একগুচ্ছ ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই তিনি জানালেন নির্বাকদের কণ্ঠ হয়ে ওঠার জন্য এই সম্মান পেয়েছেন। স্বস্তিকা লেখেন, ‘এই পুরস্কারটা আমার জীবনের সাবিত্রী এবং ফুলকিদের জন্য।’ তিনি আরও জানান এই পুরস্কার পশুদের অধিকারের জন্য লড়াই করা এবং সেই সংক্রান্ত জিনিসের জন্যই পেয়েছেন তিনি।