ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিরিয়ায় ১৬২ আসাদপন্থীর ‘মৃত্যুদণ্ড কার্যকর’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪২:০০ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ৩৫৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এরমধ্যে আসাদপন্থী অন্তত ১৬২ জনকে হত্যা বা তাদের ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করেছে দেশটি সরকার। এই তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল শুক্রবার ওই ১৬২ জনের ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করা হয়।

এদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থী আলাউইত বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুমকি দিয়েছেন তিনি।

সিরিয়া সরকার জানায়, আসাদপন্থীরা তাদের নিরাপত্তাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে বহু হতাহত হয়। এরপর আলাউইত সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী। তাদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।

বিদ্রোহীদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, আপনারা সব সিরীয়র ওপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না। খুব বেশি দেরি হওয়ার আগে অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতি ও শুক্রবার বাশার আল-আসাদের সমর্থক ও সরকারি বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

শিয়া ইসলামের একটি সম্প্রদায় হলো আলাউইত। সিরিয়ার জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মানুষ এই সম্প্রদায়ের। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদও আলাউইত সম্প্রদায়ের ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সিরিয়ায় ১৬২ আসাদপন্থীর ‘মৃত্যুদণ্ড কার্যকর’

আপডেট সময় : ০১:৪২:০০ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

সিরিয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এরমধ্যে আসাদপন্থী অন্তত ১৬২ জনকে হত্যা বা তাদের ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করেছে দেশটি সরকার। এই তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল শুক্রবার ওই ১৬২ জনের ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করা হয়।

এদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থী আলাউইত বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুমকি দিয়েছেন তিনি।

সিরিয়া সরকার জানায়, আসাদপন্থীরা তাদের নিরাপত্তাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে বহু হতাহত হয়। এরপর আলাউইত সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী। তাদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।

বিদ্রোহীদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, আপনারা সব সিরীয়র ওপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না। খুব বেশি দেরি হওয়ার আগে অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতি ও শুক্রবার বাশার আল-আসাদের সমর্থক ও সরকারি বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

শিয়া ইসলামের একটি সম্প্রদায় হলো আলাউইত। সিরিয়ার জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মানুষ এই সম্প্রদায়ের। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদও আলাউইত সম্প্রদায়ের ছিলেন।