বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়াতে আগ্রহী সিএআর

- আপডেট সময় : ০১:৫০:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ৩৩৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের সঙ্গে সামরিক কূটনীতি বাড়াতে চায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (সিএআর)। দেশটিতে সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের প্রশংসা করেন সিএআর প্রেসিডেন্ট ফাস্টিন-আর্চেঞ্জ তোয়াদেরা এবং সামরিক সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী দেশটিতে শান্তিরক্ষা কার্যক্রমের পাশাপাশি সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। ইতোমধ্যে তারা একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছে এবং স্থানীয় চিকিৎসকদের প্রশিক্ষণ দিচ্ছে। হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও প্রেসিডেন্ট তোয়াদেরা।
সফরে প্রেসিডেন্ট তোয়াদেরার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সামরিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। প্রেসিডেন্ট বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা সামরিক কূটনীতি জোরদারে আগ্রহী।”
এছাড়া, সিএআর সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মামাদু জেফিরিনের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশ সেনাপ্রধান। জেফিরিন বাংলাদেশের প্রশিক্ষণ ও সহযোগিতার প্রশংসা করে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখছে।”
বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আশ্বস্ত করেন, ভবিষ্যতেও সিএআর-এর সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে।