‘ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের যেকোনো সময় নির্বাচন’

- আপডেট সময় : ০১:৩৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে

চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মধ্যে যেকোনো সময় বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর এ নির্বাচন হবে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন। তিনি জানান, শেখ হাসিনা বাংলাদেশকে গাজার মতো করে রেখে গেছেন। তবে এই ভয়াবহ পরিস্থিতি কাটাতে দৃঢ়প্রতিজ্ঞ থাকার কথা জানান তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলা বসন্তের সুবাস পায় এ দেশের জনগণ। তবে দেশের রাজনীতির ইতিহাসে পালাবদলের বিশেষ দিনটির জন্য দীর্ঘ ১৫ বছরের দুঃশাসনের শিকার হন লাখো জনতা। শুধু জুলাই গণঅভ্যুত্থানেই শহীদ হন সহস্রাধিক মানুষ। এর আগে বিরোধী মত দমনে ছিল হেলমেট বাহিনী কিংবা আয়নাঘরের মতো নির্মম নির্যাতনের একেকটি রাষ্ট্রযন্ত্র।
বাংলাদেশের ১৫ বছরের পরিস্থিতি আর আর থেকে উত্তরণের কথাই দ্য গার্ডিয়ানকে জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বললেন, গাজার মতো বিধ্বস্ত দেশ রেখে গেছেন শেখ হাসিনা। তবে ভবনের স্থলে সাবেক সরকার প্রধান ধ্বংস করেন দেশের মানুষ, প্রতিষ্ঠান, নীতি ও আন্তর্জাতিক সম্পর্ককে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ১৫ বছরের রাজত্বে দেশে দস্যু পরিবারের শাসন কায়েম ছিল বলেও দাবি করেন ড. ইউনূস। বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি কাটাতে দৃঢ়প্রতিজ্ঞ থাকার কথা জানান তিনি।
গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে উঠে এসেছে নির্বাচনের প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের প্রধান জানান, চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মধ্যে যেকোনো সময় বাংলাদেশে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন। আর এ নির্বাচন হবে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
ভারতে সাবেক সরকারপ্রধানের অবস্থান সম্পর্কে ড. ইউনূস জানান, নয়াদিল্লিতে শেখ হাসিনার আশ্রয় মানা যায়। তবে ভারতকে ব্যবহার করে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নষ্ট করার প্রচারণা চালাচ্ছেন শেখ হাসিনা। যাকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারপ্রধান।
এদিকে হোয়াইট হাউজে ট্রাম্পের প্রত্যাবর্তনকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ভালো সুযোগ হিসেবে উল্লেখ করেছেন ড. ইউনূস। জানান, ওয়াশিংটন অংশীদারিত্বে না আসলে ঢাকা কিছুটা কষ্ট পাবে। তবে গণতান্ত্রিক প্রক্রিয়া থামবে না।