শ্রেয়া ঘোষালের সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে

- আপডেট সময় : ১০:৫৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে

ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। ১২ মার্চ ৪০তম জন্মদিনে তাঁর প্রতি রইল শুভেচ্ছা। তাঁকে বর্তমানে ভারতীয় নাইটিঙ্গেল বলেও ডাকা হয়। তাঁর সুরেলা যাদুতে মুগ্ধ প্রচুর শ্রোতা।
শ্রেয়া ঘোষালের গানের সফর শুরু হয় খুব ছোলবেলায়। মাত্র ১৪ বছর বয়সে রিয়্যালিটি শো সা রে গা মা পা-তে ভারতীয় দর্শকগের মন জিতে নেন। জয়ীও হন তিনি।
২০০২ সালে বলিউডে পা রাখেন। সঞ্জয় লীলা বনসালির দেবদাস ছবিতে পাঁচটি গান গেয়েছিলেন। বৈরি পিয়া গানটির জন্য প্রথম তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন।
শ্রেয়া ঘোষাল গান গেয়ে প্রচুর টাকা আয় করেন। তিনি বিজ্ঞাপনেও জিঙ্গেল গান। বর্তমানে একাধিক রিয়ালিটি শোতে তাঁকে বিচারকের ভূমিকায় দেখা যায়। এখনও পর্যন্ত শ্রেয়া ২০টি ভাষায় ৩০০০-এর বেশি গান গেয়েছেন। যার অধিকাংশই হিট।
লাইফস্টাইল এশিয়ার মতে শ্রেয়ার মুম্বই ও কলকাতায় বিলাশবহুল বাড়ি রয়েছে। গাড়ির শখ রয়েছে শ্রেয়ার। তাঁর রয়েছে ১.৬৯ কোটি থেকে ২.৮০ কোটি টাকার একটি রেঞ্জ রোভার স্পোর্ট, ৬৫.৩৮ লক্ষ টাকার একটি বিএমডব্লিউ ৫ সিরিজ এবং ১.৭১ কোটি টাকার একটি মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস।
শ্রেয়ার প্রায় ২০০ কোটি টাকার সম্পদ রয়েছে। তাঁর বার্ষিক আয় ৩.৭ কোটি টাকা। শ্রেয়া ঘোষাল প্রতিটি গানের জন্য পারিশ্রমিক হিসেবে নেন ২৫ লক্ষ টাকা।