ভারতীয় গণমাধ্যমের ভুয়া প্রতিবেদন নিয়ে যা বলছে সেনাবাহিনী

- আপডেট সময় : ১১:০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ভুয়া সংবাদের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়, ‘দ্যা ইকোনমিক টাইমস এবং দ্যা ইন্ডিয়া টুডেসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে অভ্যুত্থান ও বিশৃঙ্খলা নিয়ে প্রচারিত মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন আমাদের দৃষ্টিতে এসেছে। এই প্রতিবেদনগুলো মিথ্যা এবং বাংলাদেশ ও সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই প্রতীয়মান হচ্ছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধানের নেতৃত্বে শক্তিশালী ও ঐক্যবদ্ধ অবস্থান থেকে দেশের সংবিধানের প্রতি দায়িত্ব পালন করে যাচ্ছে। সেনাবাহিনীর চেইন অব কমান্ড শক্তিশালী অবস্থায় আছে। জ্যেষ্ঠ জেনারেলসহ বাহিনীর প্রত্যেক সদস্য সংবিধান, চেইন অব কমান্ড এবং দেশের জনগণের প্রতি তাদের আনুগত্যে অটুট আছেন।’
এতে আরও বলা হয়, ‘উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, দ্যা ইকোনমিক টাইমস বারবার এ ধরনের তথ্য বিভ্রাট তৈরির চেষ্টায় লিপ্ত আছে। গত ২৬ জানুয়ারি গণমাধ্যমটিতে একই ধরনের একটি ভুয়া প্রতিবেদন ছাপানো হয়েছিল। এ মানসিকতা গণমাধ্যমগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। এছাড়াও কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যম এবং অখ্যাত টেলিভিশনও এ ধরনের বানোয়াট ও মিথ্যা খবর প্রচার করছে, যা তথ্য বিভ্রাট তৈরি করছে। দায়িত্বশীল সাংবাদিকতার নীতি নৈতিকতাকে পাশ কাটিয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর ও জনগণকে নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার কাজ করছে বলে প্রতীয়মান হচ্ছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা ভারতীয় এসব সংবাদ মাধ্যমকে আহ্বান জানাবো, দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দিয়ে যে কোনো ধরনের ভুয়া ও মিথ্যা খবর প্রচার থেকে বিরত থাকতে। আমরা আশা করব এ সব ক্ষেত্রে আইএসপিআরের বক্তব্য তারা প্রচার করবে। বাংলাদেশ সেনাবাহিনী সংক্রান্ত যে কোনো সঠিক ও অফিসিয়াল তথ্য দিতে আইএসপিআর সব সময়ই প্রস্তুত।’