নারী কাবাডি দলের জন্য ২৫ লাখ টাকা অনুদান, বিশ্বমঞ্চে সাফল্যের আশা

- আপডেট সময় : ০৩:৪৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে

আধুনিক প্রশিক্ষণের জন্য জাতীয় নারী কাবাডি দলকে ২৫ লাখ টাকা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইরানে অনুষ্ঠিত ষষ্ঠ নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতায় নারী দলকে সংবর্ধনা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যথাযথ অনুশীলন আর বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে বিশ্ব আসরেও সাফল্য নিয়ে আসতে পারবেন বলে মনে করেন খেলোয়াড়রা।
অনুশীলন, নারী খেলোয়াড় তৈরিসহ নানা জটিলতা আর সংকটে দীর্ঘদিন আসেনি কোনো আন্তর্জাতিক শিরোপা। তবে এবার ইরানে আয়োজিত ষষ্ঠ কাবাডি চ্যাম্পিয়নশিপে সাত দলের মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ নারী দল। প্রমীলাদের হাত ধরে আসা এমন অর্জনকে সম্মান জানাতে দেরি করেনি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসি।
আসরে অংশ নেয়া খেলোয়াড়, কোচ এবং দলের সঙ্গে থাকা বাকিদের সংবর্ধনা দেয়া হয় ক্রীড়া পরিষদে। শুধু ফুলেল শুভেচ্ছা নয়, অনুশীলনে খেলোয়াড়রা যেন আধুনিক সুযোগ সুবিধা পায় সেটি নিশ্চিত করতে ২৫ লাখ টাকাও দেয়া হয়েছে ফেডারেশনকে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘তাদেরকে আরো বেশি লক্ষ্য ও উৎসাহিত করতে সেই বিষয়ে টার্গেট করেছি। ব্যক্তিগতভাবে সেটা আমরা দেখবো। আগামীতে ভারতে একটা ওয়ার্ল্ড কাপ রয়েছে সেই জন্য তাদেরকে প্রশিক্ষণ দেয়া আমাদের মূল লক্ষ্য।’
দলীয় সাফল্য পেতে সরকারের এমন সদিচ্ছার বাস্তবায়ন হবে যদি পুরস্কার পাওয়া অর্থের যথাযথ ব্যবহার হয়। এমনটাই মত কোচ ও খেলোয়াড়দের।
খেলোয়াড়দের একজন বলেন, ‘যেভাবে সাহায্য সহযোগিতা করছে আমাদের আশা করছি আমরা ভালো একটা রেজাল্ট আনতে পারবো।’
আরেকজন বলেন, ‘যদি ফুটবলারদের মতো আমাদের বেতনভুক্ত করা হতো তাহলে আমাদের জন্য ভালো হতো।’
বাংলাদেশে নারী কাবাডি দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘অবশ্যই নতুন প্লেয়ার দরকার। আমরা চাই এই রেজাল্ট ধরে রাখতে বেশি বেশি টুর্নামেন্ট জরুরি।’
এদিকে জুনে নারীদের বিশ্বকাপ আসর। সেটাও আবার প্রতিবেশী দেশ ভারতে। আসরকে সামনে রেখে অনুশীলনের পাশাপাশি বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ চান খেলোয়াড়রা। এপ্রিলে টেস্ট সিরিজ খেলতে নেপাল যাবে বাংলাদেশ নারী কাবাডি দল।