পাকিস্তানে সেনাবাহিনীর গুলিতে ১০ সন্ত্রাসী নিহত

- আপডেট সময় : ০৮:৫৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে

পাকিস্তানে সেনাবাহিনীর গুলিতে ১০ সন্ত্রাসী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় এ ঘটনা ঘটেছে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ দপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়ার জানদোলার চেক পোস্টে বেপরোয়া গতিতে একটি বোমাভর্তি সন্ত্রাসীদের গাড়ি প্রবেশ করার চেষ্টা করে। সম্ভবত আত্মঘাতি হামলার উদ্দেশ্য ছিল তাদের। ঘটনাটি দেখামাত্র ওই গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে সেনা সদস্যরা। এতে ওই গাড়ির চালকসহ বাকি ৯ আরোহীর সবাই নিহত হয়।
আইএসপিআর আরও জানিয়েছে, গাড়িটিতে শক্তিশালী বোমা বাঁধা ছিল। গাড়ির যাত্রীদের কয়েকজনের দেহেও ছিল ‘সুইসাইড ভেস্ট’। ‘আমাদের সেনারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করছে এবং হামলাকারী সন্ত্রাসীদের প্রতিহত করছে। সেনাবাহিনী পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটনে প্রতিজ্ঞাবদ্ধ।’
এ ঘটনার পর পাকিস্তান সেনাবাহিনীকে অভিনন্দন জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি বলেন, ‘পাকিস্তানের জনগণ সবসময় সেনাবাহিনীর পাশে আছে।’
এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে একটি ট্রেন ছিনতাই করে যাত্রীদের জিম্মি করেছিল রাজ্যের স্বাধীনতাকামী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সেখানেও ব্যাপক সাফল্য দেখিয়ে যাত্রীদের উদ্ধার করেছে পাকিস্তান সেনাবাহিনী। ওই অভিযানে ৩৩ জন বিএলএ যোদ্ধা এবং ৪ জন সেনা সদস্য নিহত হয়।