ইসরায়েল-হামাস যুদ্ধ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও
- আপডেট সময় : ০৮:০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ৬০৬ বার পড়া হয়েছে
ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়ছে শত শত ভুয়া ভিডিও। অভিযোগ উঠেছে, মধ্যপ্রাচ্যে থেকেই বানানো হচ্ছে এসব ভুয়া ভিডিও।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও দেখা যায়। যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলতে শোনা যায় যে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্যের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার পাঠাবে। অথচ বাইডেন এমন কোনো কথাই বলেননি বলে সোমবার জানিয়েছে হোয়াইট হাউস।
আরেকটি ভিডিওর পোস্টে লেখা, দেখুন কীভাবে ইসরায়েলিরা ভুয়া ভিডিও বানিয়ে বলছে যে, হামাস শিশুদের হত্যা করছে। ভিডিওতে দেখা যায়, পেশাদার ক্যামেরার সরঞ্জাম ব্যবহার করে দেখানো হচ্ছে যে একজন আহত শিশু মাটিতে পড়ে আছে । সেখানে আবার শিশুটিকে বিভিন্ন অঙ্গভঙ্গি করার জন্য নির্দেশনাও দেওয়া হচ্ছিল।
রয়টার্স জানায়, ভিডিওটি এম্পটি প্লেস নামের একটি ফিলিস্তিন শর্ট ফিল্মের ক্লিপ। এটি ফিলিস্তিন কারাবন্দি আহমেদ মানসারার জীবন কাহিনীর ওপর নির্মিত।
এদিকে ব্রিটেনের ডানপন্থী দল ব্রিটেন ফার্স্টের নেতা পল গোল্ডিং একটি ভুয়া ভিডিও এক্সে পোস্ট করেছেন। ওই ভিডিওর ক্যাপশনে লেখা, ইসরায়েল বৃষ্টির মতো বোমা ফেলছে ইসরায়েল। পরে জানা গেছে, ভিডিওটি একটি ভিডিও গেমের সিমুলেটর হিসেবে বানানো হয়েছিল। এই ভিডিওটি এর আগে টিকটকেও পোস্ট করা হয়েছিল।
এক্সে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দাবি করা হয়, যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ সামরিক কর্মকর্তা নিম্রোদ এলোনিকে ধরে নিয়ে গেছে হামাস। পরে গত রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, এ তথ্য ভুয়া। নিম্রোদ গত রোববারও বৈঠক করেছেন।