লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে ইউনূস-গুতেরেস

- আপডেট সময় : ০৯:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / ৩৫২ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন। আজ (শুক্রবার, ১৪ মার্চ) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রোহিঙ্গাদের সঙ্গে তারা ইফতার করেন।
এর আগে দুপুরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান তারা। এর পর বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজারের উখিয়ায় যান জাতিসংঘের মহাসচিব গুতেরেস। পরে সেখানে রোহিঙ্গা শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।
উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে দুপুর ঠিক সোয়া ২টায় রোহিঙ্গাদের জন্য নির্মিত লার্নিং সেন্টারে প্রবেশ করেন জাতিসংঘ মহাসচিব। সেখানে মনোযোগ দিয়ে শুনেন শরণার্থী শিবিরের নারী শিশুদের কথা। সেখানে জাতিসংঘ মহাসচিবের কাছে রাখাইন গণহত্যার বিচার চান রোহিঙ্গারা। দেশে ফেরার আকুতি জানান তারা।
পরে ঘুরে দেখেন রোহিঙ্গা কালচারাল সেন্টার। অনেকটা আকষ্কিভাবে রোহিঙ্গাদের ঘরে প্রবেশ করেন তিনি। নিজ চোখে দেখেন তাদের মানবেতর জীবন। জাতিসংঘ মহাসচিবকে কাছে পেয়ে নিজ দেশের গণহত্যার বিচার চান মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা রোহিঙ্গা নারী শিশুরা।
নিজ দেশে নির্মম নির্যাতনের শিকার হয়ে তারা আশ্রয় নিয়েছেন মানবিক বাংলাদেশে। দীর্ঘ ৭ বছরের ক্যাম্পবন্দী জীবনে তারা বয়ে বেড়াচ্ছেন দুঃসহ স্মৃতি।