ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নেবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • / ৪৬৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ পঞ্চম দিনে গড়িয়েছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার (১০ অক্টোবর) কানাডা সরকার ইসরায়েল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, তার সরকার আগামী দিনগুলোতে তেল আবিব থেকে কানাডিয়ানদের চলে যেতে সহযোগিতা শুরু করার পরিকল্পনা করছে।

এই অপারেশনের জন্য কানাডিয়ান সশস্ত্র বাহিনীর বিমান মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মেলানি জোলি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মেলানি জোলি বলেন, এই ফ্লাইটগুলো কানাডিয়ান নাগরিক, তাদের স্ত্রী এবং তাদের সন্তানদের বহন করবে। সেই সঙ্গে কানাডিয়ান স্থায়ী বাসিন্দা, তাদের স্ত্রী ও সন্তানদের সরিয়ে নেবে।

অপরদিকে, ইসরায়েলি বাহিনী যখন গাজার সাধারণ মানুষের (নারী ও শিশুসহ) ওপর নির্বিচার হামলা চালাচ্ছে তখন ফিলিস্তিনের পক্ষে লড়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথিসহ আশপাশের দেশগুলোর ইরান-সমর্থিত গ্রুপগুলো। এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নেবে কানাডা

আপডেট সময় : ০৮:২১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ পঞ্চম দিনে গড়িয়েছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার (১০ অক্টোবর) কানাডা সরকার ইসরায়েল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, তার সরকার আগামী দিনগুলোতে তেল আবিব থেকে কানাডিয়ানদের চলে যেতে সহযোগিতা শুরু করার পরিকল্পনা করছে।

এই অপারেশনের জন্য কানাডিয়ান সশস্ত্র বাহিনীর বিমান মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মেলানি জোলি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মেলানি জোলি বলেন, এই ফ্লাইটগুলো কানাডিয়ান নাগরিক, তাদের স্ত্রী এবং তাদের সন্তানদের বহন করবে। সেই সঙ্গে কানাডিয়ান স্থায়ী বাসিন্দা, তাদের স্ত্রী ও সন্তানদের সরিয়ে নেবে।

অপরদিকে, ইসরায়েলি বাহিনী যখন গাজার সাধারণ মানুষের (নারী ও শিশুসহ) ওপর নির্বিচার হামলা চালাচ্ছে তখন ফিলিস্তিনের পক্ষে লড়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথিসহ আশপাশের দেশগুলোর ইরান-সমর্থিত গ্রুপগুলো। এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র: আল জাজিরা