চীনে ডক্টরেট সম্মাননা পাচ্ছেন প্রধান উপদেষ্টা

- আপডেট সময় : ০৯:৪৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে

চীনের পিকিং ইউনিভার্সিটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ডক্টরেট সম্মাননায় ভূষিত করবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন। সফরকালে তিনি পিকিং ইউনিভার্সিটিতে একটি বক্তব্য রাখবেন।
রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম ।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আজ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন। আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন। সেই সফর নিয়ে বৈঠক হয়। আগামী ২৭ মার্চ প্রফেসর ইউনুস বোয়াও ফোরামে কথা বলবেন, সেখানে এশিয়ার পরিবর্তনশীল ভূমিকা নিয়ে বক্তব্য রাখবেন। এই ফোরামে অনেক শীর্ষ নেতা থাকেন, অনেক বড় বড় কোম্পানির সিইও অংশ নেন। আমরা আশা করছি, চীনের বড় বড় প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সাইডলাইনে হতে পারে। এটি প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর। চীনের প্রেসিডেন্টের শি জিং পিনের সঙ্গে ২৮ মার্চ দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। চীনের সঙ্গে আমাদের যত ইস্যু আছে সেসব নিয়ে সেখানে আলাপ হবে। এখানে মূল ফোকাস হবে চীনের সঙ্গে মিশে বাংলাদেশের শিল্পায়নের জন্য একটা বড় ম্যানুফেকচারিং হাব তৈরি করতে সম্পর্কটাকে আমরা এক নতুন উচ্চতায় নিতে চাই। চীনের রাষ্ট্রদূত বলেছেন গত ৫০ বছরে বাংলাদেশি নেতার এটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ফোকাস থাকবে চীনের কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা এখানে প্রতিস্থাপন করে। এটা নিয়ে জাতিসংঘে চীনের ফরেন মিনিস্টারের সঙ্গে কথা হয়েছিল। সেখানে তিনি সুস্পষ্টভাবে বলেছিলেন যে চীনের সোলার কোম্পানিগুলো যেন বাংলাদেশে বিনিয়োগ করে। চীনের সোলার কোম্পানি অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের এখান থেকে রফতানি করলে সেরকম কিছু হবে না। তার আমন্ত্রণে সাড়া দিয়ে দুটি কোম্পানি বাংলাদেশে অফিস চালু করবে। খুব দ্রুত তারা ম্যানুফেকচারিং প্লান্টও করবেন।