গাজায় নিহত ৩০০ ছাড়াল, হামলা চালিয়ে যাবে ইসরায়েল

- আপডেট সময় : ০১:৫৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ৩৬০ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ অন্তত ৩৪২ জন ফিলিস্তিনি নিহতের তথ্য এসেছে। এর মাধ্যমে হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিল ইসরায়েল।
আজ মঙ্গলবার আল জাজিরা লাইভে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবারের হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসে কমপক্ষে ৭৭ জন এবং উত্তরে গাজা সিটিতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণে দেইর আল-বালাহ এবং রাফাহ শহরের কেন্দ্রস্থলেও আঘাত হেনেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে অনেকেই শিশু। হতাহতের সংখ্যা বাড়ছে। হাসপাতালে অনেক মরদেহ। আহত হয়েছে হয়েছে বহু মানুষ।
হামলার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, কারণ তারা ইসরায়েল থেকে নেওয়া বন্দীদের মুক্তি দিতে বা যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাবে রাজি হয়নি।
নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েল এখন থেকে ক্রমবর্ধমান সামরিক শক্তির সাথে হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে জানিয়েছে, তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালাচ্ছে।
গাজা থেকে আল জাজিরার আরবি সংবাদদাতা জানিয়েছেন, ইসরায়েলি ট্যাঙ্কগুলো খান ইউনিসের আবাসান শহরের পূর্বাঞ্চলে গোলাবর্ষণ করছে, একই সাথে তীব্র গোলাগুলির ঘটনা ঘটছে।
আল জাজিরার লাইভে বলা হয়েছে, মঙ্গলবার সকালে আধা ঘণ্টায় গাজায় ৩৫টিরও বেশি ইসরায়েলি বিমান হামলা হয়েছে। অ্যাম্বুলেন্স এবং বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা মৃত ও আহতদের সরিয়ে নিতে হিমশিম খাচ্ছেন।
ছয় সপ্তাহ ধরে চলা প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির পর দ্বিতীয় পর্যায়ের চুক্তি নিয়ে দু পক্ষের মধ্যে এখনও কোনো সমঝোতা হয়নি। ইসরায়েল এবং হামাস মধ্যস্থতামূলক আলোচনায় রয়েছে। এ অবস্থায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল।
ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় হামাস বলেছে, ইসরায়েল একতরফাভাবে গাজা যুদ্ধবিরতি বাতিল করছে। গাজার শাসকগোষ্ঠীটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইসরায়েলি হামলার অর্থ হলো ইসরায়েল একতরফাভাবে গাজায় ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি বাতিল করছে।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা সাড়ে ৪৮ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা ১ লাখ ১২ হাজারের বেশি। ওই হামলায় বিরতি আসে গত ১৯ জানুয়ারি। এরপর গাজায় ফিরতে শুরু করেন বাস্তুচ্যুতরা। এ অবস্থাতেই এবার হঠাৎ করে ফের হামলা শুরু করল ইসরায়েল।