ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই হামলা চলছে, সমগ্র নরক ভেঙে পড়বে’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / ৩৫৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজায় ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। এ হামলা শুরুর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েল আলোচনা করে নিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, গাজায় হামলার বিষয়ে ইসরায়েল ট্রাম্প প্রশাসন এবং হোয়াইট হাউসের সঙ্গে পরামর্শ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে, হামাস, হুতি, ইরান কেবল ইসরায়েলকেই নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রকেও আতঙ্কিত করতে চায়, তাদের সবাইকে এর মূল্য দিতে হবে। সবাই ভেঙে পড়বে।

হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে। প্রতিবেদন বলছে, হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করেছে।

গাজার সরকারি প্রচারমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, নতুন করে শুরু হওয়া ইসরায়েলের ব্যাপক হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা সাড়ে ৪৮ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা ১ লাখ ১২ হাজারের বেশি।

নিউজটি শেয়ার করুন

‘ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই হামলা চলছে, সমগ্র নরক ভেঙে পড়বে’

আপডেট সময় : ০১:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

ফিলিস্তিনের গাজায় ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। এ হামলা শুরুর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েল আলোচনা করে নিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, গাজায় হামলার বিষয়ে ইসরায়েল ট্রাম্প প্রশাসন এবং হোয়াইট হাউসের সঙ্গে পরামর্শ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে, হামাস, হুতি, ইরান কেবল ইসরায়েলকেই নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রকেও আতঙ্কিত করতে চায়, তাদের সবাইকে এর মূল্য দিতে হবে। সবাই ভেঙে পড়বে।

হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে। প্রতিবেদন বলছে, হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করেছে।

গাজার সরকারি প্রচারমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, নতুন করে শুরু হওয়া ইসরায়েলের ব্যাপক হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা সাড়ে ৪৮ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা ১ লাখ ১২ হাজারের বেশি।