ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননে ইসরায়েলের হামলা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলে সামরিক পোস্ট লক্ষ্য করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে এ হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

দক্ষিণ লেবাননের শহর রামিশের কাছে এই হামলা হয়। সেখানকার বাসিন্দারা জানান, ইসরায়েলি হামলা শহরের চারপাশে আঘাত করছে। স্থানীয় লেবানিজ টেলিভিশন চ্যানেল আল-জাদেদ ধায়েরা গ্রামের কিছু বাড়ি ও কৃষি জমির কাছে একটি জংলাভূমি থেকে ধোঁয়া ওঠার ভিডিও সম্প্রচার করেছে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানান। তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে লেবাননের ভূখণ্ড থেকে আরব আল-আরামশে একটি সামরিক পোস্ট লক্ষ্য করে অ্যান্টি-ট্যাঙ্ক ফায়ার শনাক্ত করা হয়েছে।’

লেবাননের ধায়েরা গ্রাম থেকে ইসরায়েলি শহর আরব আল-আরামশের কাছে হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য জানা যায়নি। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ ইসরায়েলে ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। পরে পাল্টা হামলা চালায় ইসরায়েল বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচ দিনে ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে ৫ হাজারের বেশি। অপরদিকে ইসরায়েলি বাহিনী জানায়, হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত ও ২ হাজার ৮০০ জনের বেশি আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননে ইসরায়েলের হামলা

আপডেট সময় : ১১:২৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩

লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলে সামরিক পোস্ট লক্ষ্য করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে এ হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

দক্ষিণ লেবাননের শহর রামিশের কাছে এই হামলা হয়। সেখানকার বাসিন্দারা জানান, ইসরায়েলি হামলা শহরের চারপাশে আঘাত করছে। স্থানীয় লেবানিজ টেলিভিশন চ্যানেল আল-জাদেদ ধায়েরা গ্রামের কিছু বাড়ি ও কৃষি জমির কাছে একটি জংলাভূমি থেকে ধোঁয়া ওঠার ভিডিও সম্প্রচার করেছে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানান। তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে লেবাননের ভূখণ্ড থেকে আরব আল-আরামশে একটি সামরিক পোস্ট লক্ষ্য করে অ্যান্টি-ট্যাঙ্ক ফায়ার শনাক্ত করা হয়েছে।’

লেবাননের ধায়েরা গ্রাম থেকে ইসরায়েলি শহর আরব আল-আরামশের কাছে হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য জানা যায়নি। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ ইসরায়েলে ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। পরে পাল্টা হামলা চালায় ইসরায়েল বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচ দিনে ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে ৫ হাজারের বেশি। অপরদিকে ইসরায়েলি বাহিনী জানায়, হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত ও ২ হাজার ৮০০ জনের বেশি আহত হয়েছে।