ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রুনা লায়লার অভিনন্দন, আবেগে কাঁদলেন নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদে মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ফারিয়া ও সজল অভিনীত ছবি ‘জ্বীন ৩’। সম্প্রতি ছবির পোস্টার ও একটি গান প্রকাশিত হয়েছে। গত সোমবার প্রকাশিত হয় ছবিটির প্রথম গান ‘কন্যা’, যেখানে সজল ও নুসরাত ফারিয়ার রসায়ন উপভোগ করেছেন দর্শকরা। গানটি প্রকাশের একদিন পর বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা সেটি শেয়ার করেন নিজের ফেসবুকে। এ খবরে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন ছবির নায়িকা নুসরাত ফারিয়া।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে গানটি শেয়ার করে রুনা লায়লা লেখেন, ‘খুবই সুন্দর। অভিনন্দন ইমরান-কনা এবং ফারিয়া ও সজল। ভালো লেগেছে।’

রুনা লায়লার এমন মন্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি ফারিয়া। এক ভিডিওতে তিনি বলেন, ‘আমি কাঁদতেছি, রুনা লায়লা আমাদের গান শেয়ার করেছেন!’ পাশেই থাকা সজলকে দেখিয়ে ফারিয়া বলেন, ‘তুমি কি এটা বিশ্বাস করছ? এই দেখো, আমি খুবই আবেগাপ্লুত।’

এ বছরের শুরুতে জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দেয়, নুসরাত ফারিয়া ও সজলকে নিয়ে তারা নতুন ছবি নির্মাণ করছে। পরিচালক কামরুজ্জামান রোমান একটানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ এগিয়ে নেন।

মুক্তির আগে ‘জ্বীন ৩’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়াতে একাধিক পোস্টার প্রকাশ করা হয়। গত সোমবার প্রকাশিত হয় সিনেমাটির প্রথম গান ‘কন্যা’, যেখানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম। সুর ও সংগীত করেছেন ইমরান।

রুনা লায়লার পোস্টে মন্তব্য করেছেন ‘কন্যা’ গানের শিল্পীরা। কনা লিখেছেন, ‘এটা আমাদের জন্য অনেক কিছু। আপনি গানটি শেয়ার করায় নিজেদের পরিপূর্ণ মনে করছি।’ ইমরান লিখেছেন, ‘অনুভূতি প্রকাশ করতে পারছি না। আমরা অভিভূত।’ ছবির নায়ক সজল লিখেছেন, ‘আপনার প্রত্যেকটা শব্দে ভালোবাসা। ভালোবাসি ম্যাডাম।’

নিউজটি শেয়ার করুন

রুনা লায়লার অভিনন্দন, আবেগে কাঁদলেন নুসরাত ফারিয়া

আপডেট সময় : ০১:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ঈদে মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ফারিয়া ও সজল অভিনীত ছবি ‘জ্বীন ৩’। সম্প্রতি ছবির পোস্টার ও একটি গান প্রকাশিত হয়েছে। গত সোমবার প্রকাশিত হয় ছবিটির প্রথম গান ‘কন্যা’, যেখানে সজল ও নুসরাত ফারিয়ার রসায়ন উপভোগ করেছেন দর্শকরা। গানটি প্রকাশের একদিন পর বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা সেটি শেয়ার করেন নিজের ফেসবুকে। এ খবরে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন ছবির নায়িকা নুসরাত ফারিয়া।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে গানটি শেয়ার করে রুনা লায়লা লেখেন, ‘খুবই সুন্দর। অভিনন্দন ইমরান-কনা এবং ফারিয়া ও সজল। ভালো লেগেছে।’

রুনা লায়লার এমন মন্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি ফারিয়া। এক ভিডিওতে তিনি বলেন, ‘আমি কাঁদতেছি, রুনা লায়লা আমাদের গান শেয়ার করেছেন!’ পাশেই থাকা সজলকে দেখিয়ে ফারিয়া বলেন, ‘তুমি কি এটা বিশ্বাস করছ? এই দেখো, আমি খুবই আবেগাপ্লুত।’

এ বছরের শুরুতে জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দেয়, নুসরাত ফারিয়া ও সজলকে নিয়ে তারা নতুন ছবি নির্মাণ করছে। পরিচালক কামরুজ্জামান রোমান একটানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ এগিয়ে নেন।

মুক্তির আগে ‘জ্বীন ৩’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়াতে একাধিক পোস্টার প্রকাশ করা হয়। গত সোমবার প্রকাশিত হয় সিনেমাটির প্রথম গান ‘কন্যা’, যেখানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম। সুর ও সংগীত করেছেন ইমরান।

রুনা লায়লার পোস্টে মন্তব্য করেছেন ‘কন্যা’ গানের শিল্পীরা। কনা লিখেছেন, ‘এটা আমাদের জন্য অনেক কিছু। আপনি গানটি শেয়ার করায় নিজেদের পরিপূর্ণ মনে করছি।’ ইমরান লিখেছেন, ‘অনুভূতি প্রকাশ করতে পারছি না। আমরা অভিভূত।’ ছবির নায়ক সজল লিখেছেন, ‘আপনার প্রত্যেকটা শব্দে ভালোবাসা। ভালোবাসি ম্যাডাম।’