এনসিপিকে শুধু দল নয়, রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে দেখার আহ্বান নাহিদের

- আপডেট সময় : ১১:০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ৩৬৫ বার পড়া হয়েছে

এনসিপিকে শুধু একটি রাজনৈতিক দল হিসেবে না দেখে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ (সোমবার, ২৪ মার্চ) সন্ধ্যায় বনানীর একটি পাঁচ তারকা হোটেলে কূটনীতিকদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম।
এ সময় রোহিঙ্গাদের সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানান নাহিদ ইসলাম। পাশাপাশি গাজায় নৃশংস হত্যাকাণ্ডের কঠোর সমালোচনা করেন নাহিদ।
জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে আখতার হোসেন বলেন, ‘৫ আগস্টের পর বাংলাদেশ যে গণতান্ত্রিক ধারায় ফিরছে। সে পথে কূটনীতিকদের সহযোগিতা কামনা করেন তিনি।’
এছাড়া জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘কোন ফ্যাসিস্ট শক্তি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া দরকার।’
অন্তর্বর্তী সরকার সেটি করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্র, কানাডা, চিন, জাপান, ভারত, পাকিন্তানসহ বিভিন্ন কূটনীতিক ও প্রতিনিধিরা অংশ নেন।